create by canva apps.
আমি বরাবরই ট্রাই করি ভালো কিছু করার।এবারো তার ব্যাতিক্রম না।।আমি ক্যানভা এয়াপ্স দিয়ে সুন্দর এক পোস্টার তৈরি করেছি।আশা করি ভালো লাগবে।কয়েক কালারের মিশ্রনে তৈরি করেছি এই পোস্টার।আচ্ছা আমি পোস্ট করছি কন্তু সাপোর্ট পাচ্ছি না কেনো? এর কি কারণ হতে পারে।
প্রথমে এমন কালার পেপার লাগবে। সাথে একটা সিজার আর আঠ আর কলম লাগবে।আসলে আপ্নারা কালার পেপার নাও নিতে পারেন।সাদা কাগজেও হবে তবে শাপ সাদা হয়ে যাবে।বিবেচনা আপনাদের।
কাগজ গুলা সরু সরু ভাবে ভাজ দিতে হবে। কতটুক ভাজ দিবেন এটা নির্ভর করে আপনি কতটুকু মোটা বানাতে চান তার উপর।আচ্ছা আসুন আমি একটু চিকন সাপ বানাবো তাই বেশি মোটা করলাম না।।আমার সাপের কালার ভালো হবে আশা করি।
এবার কাগজ গুলা ছোট ছোট করে কাটবো। খেয়াল রাখতে হবে এটা আবার কম বেশি যেনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।আমি যতটা পারছি কেটেছি বাকিটা আল্লাহ ভরসা।
এবার দুইটা সরু লম্বা কাগজ তৈরি করতে হবে।তাই ছোট ছোট কাগজ একসাথে জোড়া লাগাতে হবে।ভালোই হবে আশা করি।আমি তার আঠা লাগিয়ে লাগিয়ে জোড়া দিলাম।
এবার এক সরু কাগজের সাথে আরেক সরু কাগজের সাথে আঠা দিয়ে জোড়া দিতে হবে।তারপর একটু পরে একে একে ছোট ছোট কাগজ হিসাবে ভাজ দিতে হবে। দেখিবেন ভালোই লাগছে।
দেখুন এভাবে ভাজ দিতে হবে।আর কত সুন্দর দেখাচ্ছে দুইটা কালার একসাথে করে দেওয়া হচ্ছে।ভালোই লাগছে।দুই কালারের মিশ্রন। আর এই ভাবে ভাজ করলে স্প্রিং এর মত হয়ে গেছে।কি সুন্দর তাই না।আশা করি সুন্দর লাগছে।
এমন সুন্দর ভাবে সাপের মত মোড়ানো হয়েছে।অনেক সুন্দর তাই না? আমি জানি আপনাদেরো ভালো লাগছে আসলে এটা বানানো একেবারে ইজি।আপনারা নিশ্চয়ই পারবেন আশা করি।
এবার সাপের মাথা বানাতে হবে।এর জন্য আমি হলুদ পেপার সাপের মাথার মত ভাজ দিয়ে সুন্দর করে কাচি দিয়ে কাটতে হবে যেনো মোটামুটি সাপের মাথার মত দেখায়। প্রাই কাজ আমার শেষ।দেখুন কেমন লাগছে।
এখানে দেখতে পাচ্ছেন সাপের একটা জিব্বা দিয়েছি যেনো বাস্তব সাপের মত দেখায়।আপনাদের কেমন লাগছেবেই সাপ।দুইটা চোখ দিয়েছি যেই চোখ দিয়ে বড় বড় করে তাকাবে। আমার তো ভালোই লাগছে এমন সাপ তৈর করতে পেরে।আপনাদের কেমন লাগছে আমাকে জানাবিন কিন্তু আমি অপেক্ষায় আছি।
My entry,,,
https://twitter.com/aatik707691/status/1794569946556743764?t=k_WmhwAd7DSRSgiun_4RKg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
únete a la diversión creativa! 🎨✨
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit