THE DAIRY GAME:DATE(01/08/2020)প্রতিদিনের কথা

in hive-141731 •  4 years ago 

প্রতিদিন সকালে দেরি করে উঠলেও আজকে অবশ্য তাড়াতাড়ি উঠলাম। কেনো জানি না তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেলো। বাবার নাকি কক্সবাজার যেতে হবে তাও কি একটা কাজে। যাই হোক খুব ইচ্ছা হচ্ছিলো ঐখানে যাই। অনেকদিন সমুদ্র দেখা হইনি। কি আর করার। যাওয়া তো যাবে না এখন। তো আমি শুয়ে শুয়েই দেখলাম বাবা ব্যাগ গুছাচ্ছে। ৭:৩০ করে হইতো বাবা বেরিয়ে গেছে। তারপর আবার দেখি কখন ঘুম চলে আসলো।

তার অবশ্য কারণ আছে। গতকাল সারা রাত একটা বই পড়ছিলাম দা অ্যালকেমিস্ট। বইটা যদিও অনেক জনপ্রিয়। খুব সুন্দর বই। অনুপ্রেরণামূলক বই। ভালোই লাগলো পড়তে। আপনারাও চাইলে এটা পড়তে পারেন। সকালে ঘুম ভাঙার অনেকক্ষন পর বই টা পড়লাম।দেখি হটাৎ কখন যে ঘুম চলে আসছে বুঝতেই পারি নাই।
IMG20200801205452.jpg

তারপর ৯ টাই উঠলাম। অনেক কিছু মাথায় ঘুরছিলো।আচ্ছা মানুষ যখন তার কোনো প্রিয় মানুষকে মৃত্যুর দিকে যেতে দেখে তখন তার অনুভূতি টা কেমন হয় বলুন তো?? অবশ্য সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোই রেখেছে।
কিন্তু মানুষ নিজের যে অবস্থানেই থাকুক না কেনো নিজের প্রিয় মানুষের কষ্ট তো কেও দেখতে তো চাই না।মানুষটার শরীরের ক্ষতি কেও চাই না। তাই নই কি?যাই হোক অনেক কিছু মাথায় ঘুরছিলো।

তারপর বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছুক্ষন মোবাইল নিয়ে বসলাম। ঘর পরিষ্কার করলাম। তারপর আবার দুপুরে ঘুম আসে। প্রায় সন্ধ্যা ৬ টা বেজে যায় ঘুমা ভাঙতে। তারপর উঠে ছাদ এ যাই। ৭-৮:৫০ পর্যন্ত ছাদেই ছিলাম। আজকের চাঁদ টা খুব সুন্দর। কিন্তু দুঃখজনক ভাবে ছবিটা তুলা হলো না।
এইভাবেই হাসি খুশি ভাবেই দিন চলে যাই।
IMG20200801205332.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি খুবই চমৎকার হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আপনি হয়তো রুলসের একটি বিষয় পড়তে ভুলে গেছেন সেটি হল প্রত্যেকটি ব্লগে কমপক্ষে 300 টি ওয়ার্ড থাকতে হবে.
রুলস গুলো আবার পড়তে নিচের লিংকে ক্লিক করুন 1000 DAYS OF STEEM : - The Diary Game Season 2 - FINAL RULES [Bangla Translation] ডাইরি গেম এর সর্বশেষ নিয়ম-কানুন এবং আপডেট|
All Time Follow Now @steemitblog

Greeting From @bd-steemian Team

আমি অনেক দুঃখিত। আজকে থেকে ঠিক করেই লিখবো। আশা করছি পরবর্তী সময়ে এই ভুলটা আর হবে না। আসলে নতুন অনেক কিছু বুঝতে হচ্ছে। ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য ।

  ·  4 years ago (edited)

Hi @himadridey !

Thanks for sharing your daily diary blog. Next time try to follow all the rules and be more creative. We wish to see more dairy blog from you.

Here is the rules and guideline from steemit blog
1000 DAYS OF STEEM : Day 19 - The Diary Game Season 2 - FINAL RULES

❤️❤️"Eid Mubarak"❤️❤️
greeting from @tarpan

আপনাকেও ঈদ মুবারক। এবং অসংখ্য ধন্যবাদ।

Your post has been rewarded by @tarpan [Country representative - BANGLADESH] and I'm upvoting with @steemcurator07 to support the newcomers coming to steem.
Thank you for joining the diary game.

Thank you so much for supporting me😊😊