আজকে আপনাদের স্টিমিট এর ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত জানাবোকিন্তু তার আগে আপনাদের পোস্ট এর ডলার সম্পর্কে বিস্তারিত জানাতে চাচ্ছি আপনার হয়তো দেখে থাকবেন আপনার পোস্টে যে পরিমাণ ডলার দেখাচ্ছে কিন্তু সেটা ৭ দিন পর যখন ক্লেইম করেন তখন অর্ধেক হয়ে যায়।
অর্থাৎ আপনার পোস্টে যে ডলার এটার সম্পূর্ণ অংশ আপনি নিজে পাবেন না ,এর অর্ধেক পাবে তিনি ভোট দিয়েছেন এবং আর অর্ধেক পাবেন যিনি পোস্ট করেছেন অর্থাৎ আপনি।
সবার আগে যেটা জানতে হবে সেটা হল আপনার ব্যলান্স এর যাবতীয় বিষয় https://steemitwallet.com এই খানে Login করে করতে হবে।ব্যলান্স নিয়ে যত টানাটানি সব ওইখান থেকে করতে হবে।
আপনাদের যে পোস্টে সাতদিন হয়েছে সেই পোষ্টের ডলার এ ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেখানে দুইটি ভাগ করে দেয়া হয়েছে সেটা হল প্রথম অংশ দেওয়া হয়েছে Author এবং একটা অংশ দেয়া হয়েছে কিউরেটর কে।
আর সেই ভাগ টা ৫০%-৫০% করে দেওয়া হয়।
এই জন্যই পোস্ট পেআউট হবার পর আপনি মোট ডলারের অর্ধেক পান।
এবার আসি আপনার ব্যালেন্স এর বিষয়ে স্টিমিত এর ব্যালেন্স তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে Steem ব্যালেন্স একটি Steem Power এবং একটি SBD(Steem Backend Doller)।
এই তিন ব্যালেন্স এর মধ্যে আপনি শুধু Steem Power বাদে সবগুলো ইনস্ট্যান্ট ভাবে ট্রান্সফার করতে পারবেন, এগুলোর মালিক আপনি।Steem Power টা কি, কেন?সেটা নিয়ে আরো বিস্তারিত লিখব আপাতত আপনি Steem এবং SBD যেকোনো সময় সেল করে দিতে পারবেন কিন্তু Steem Power সেল করার ক্ষেত্রে আপনাকে 4 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেগুলো সেল দিতে চাইলে 4 সপ্তাহ আগে পাওয়ার ডাউন দিতে হবে।এমন নয় যে আপনাকে ঠিক চার সপ্তাহ পরই তুলতে হবে ,পাওয়ার ডাউন দিলে সাত দিন পর আপনি যতগুলো পাওয়ার ডাউন দিয়েছেন তার চার ভাগের এক ভাগ পাবেন অর্থাৎ আপনি ধরেন 40 স্টিম পাওয়ার ডাউন দিয়েছেন তাহলে চার সপ্তাহে 10,10 করে মোট 40 steem পাবেন, এগুলো আপনি লিকুইড ব্যালেন্স Steem যেটা সেখানে পাবেন।
নিচের ওয়েবসাইট থেকে কত Steem এ কত ডলার অথবা কত SBD তে কত ডলার সেটা দেখতে পারবেন এবং এই প্রাইস সবসময় আপডেট হয় অর্থাৎ কমবেশি হয়ে থাকে।
কত Steem এ কত ডলার সেটা দেখার জন্য এই লিঙ্ক এ যান।
Steem Price
উপরের ছবিতে দেখুন 20 steem প্রাইস 4.28 ডলার।এটা সবসময় কমবেশী হয়।ওখানে যেটা দেখা যাচ্ছে সেটা হল একচুয়াল ডলার আপনার স্টিম গুলোতে কত ডলার হবে সেটা আপনি ওই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন আর এগুলো আপনি সেল দিতে পারবেন যেকোনো সময়।একই ভাবে কত SBD এ কত ডলার সেটা দেখার জন্য এই লিঙ্ক এ যান।
SBD Price
এখন আসি আপনার ডলার কিভাবে সেল করবেন?
আপনার যদি Crypto Trading সম্পর্কে কোন আইডিয়া থাকে তাহলে আপনি Steem গুলো BTC অথবা LTC করে নিতে পারবেন এবংসেটা যে কারো কাছে বিক্রি করে দিতে পারবেন । কিন্তু আপনাদের যদি এরকম ধারনা না থাকে তাহলে আমরা নিজেরাই Steem গুলো নিয়ে আপনাদেরকে বিকাশে টাকা দিয়ে দিব .
এর জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার Steemঅথবা SBD গুলো আমাদের একাউন্টে ট্রান্সফার করতে হবে ,সেটা কিভাবে করবেন?
আপনার Steem or SBD ব্যালেন্স এর উপর ক্লিক করলে নিচের মত পাঁচটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনাকে ট্রানস্ফার এ ক্লিক করতে হবে।
তারপর নিচের মত দেখতে পারবেন ,From এ আপনার নিজের ইউজারনেম থাকবে।To তে আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার ইউজার নেম দিতে হবে।Amount এ কত Steem বা SBD পাঠাবেন সেটা দিয়ে দিবেন।এরপর Memo এখানে আপনি আপনার ইচ্ছামত যে কোন কিছু দিতে পারবেন কিন্তু কোন এক্সচেঞ্জ এর ক্ষেত্রে নামটা আপনার অ্যাকাউন্ট অনুযায়ী দিতে হবে .
সবকিছু ঠিক থাকলে নিচের মত দেখা যাবে যেখানে steem পাঠানো হচ্ছে masudrana কে।আপনি যার কাছে সেল দিবেন ওইখানে তার ইউজার নেম দিতে হবে।Amount এ আপনি কত Steem অর SBd সেল পাঠাতে চাচ্ছেন সেটা দিবেন।সবকিছু ঠিক থাকলে Next এ ক্লিক করে দিলে পাসওয়ার্ড চেয়ে Confirmation চাইবে ।Confirm হলে Steem অর SDB তার কাছে চলে যাবে।
তারপরও কোন কিছু বুজতে না পারলে আপ্নারা অবশ্যই কমেন্ট অথবা গ্রুপ এ বল্বেন।আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
- Subscribe Bangladeshi Steemian
ধন্যবাদ আপনাদেরকে পোষ্টি পড়ার জন্য
Thank you bro.
It's a very helpful post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Helpful...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit