THE DAIRY GAME : (15/08/2020) : আজকের দিন লিপি।

in hive-141731 •  4 years ago 

IMG_20200815_163436_8.jpg
বন্ধুরা

কেমন আছেন আজ?

আশা করি আপনারা সবাই ভালো আছেন?

আমিও ভালো আছি।

আজ হাজির হলাম আমার আজকের দিনটি নিয়ে।

তাহলে চলো সকাল থেকে শুরু করা যাক।

আজ সকাল,

আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। কেন দেরি হলো তা বলতে পারি না।

ঘুমথেকে উঠে মুখহাত ধুয়ে নিলাম। তার পর আজ আর পড়তে বসলাম না।

সকাল ৯ প্রায় বেজে গেছে। তখন সকালের খাবার খেলাম। খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম।

আজ শোরুম বন্ধ থাকায় আমার মামাত ভাই তার খালাতো ভাই এর বাসায় যাওয়ার জন্য শিদ্ধান্ত নিল।

সকাল ১০ টার সময় সে আর তার ছোট ভাই যাবে। সাথে আমাকে যাওয়ার জন্য প্রচুর জোর করল। কিন্তু আমার যাওয়ার কথা বা ইচ্ছা কোনটাই ছিলনা। তবুও যেতে হল সম্নান এর খাতিরে।

সকাল ১১ টার সময় বাস স্টান্ড এ গেলাম।
IMG_20200815_103746_2.jpg

সেখানে গিয়ে ভালো বাস না থাকায় আমাদের লোকাল বাস এ যেতে হলো।

সকাল১১ টার সময় পৌছালাম। সেখানে অনেক মজা করলাম। কথা বার্তা বললাম। কথা বলতে বলতে দুপুর পার হতে লাগল।

তার পর দুপুর ৩ টার দিকে খাওয়া দাওয়া শেষ করলাম।

তার পর ঐখান থেকে ঠিক বিকাল ৪ টার দিকে তাদের বাসা থেকে বের হলাম।

তার পর একটু ঘোরার জন্য চলে গেলাম আশুলিয়া বেরিবাধ এ।

সেখানে বসে নদীর ঠান্ডা হাওয়া উপভোগ করলাম কিছুসময়।
IMG_20200815_163630_2.jpg
আব হাওয়া ভাল না খাকার কারণে আমরা আর বেশিসময় থাকলাম না ঐখানে। বিকাল ৫ টার সময় বাসে উঠে রওনা হলাম বাসার উদ্দেশ্যে।

সন্ধ্যা ৬ টা বাজে কিছু সময় আগে শোরুমে এসেছি।

তার পর বাবা আমাদের বাসায় যেতে বলল। বাসায় যাওয়ার আগে ভাই বলল চলো যাই একটা মোবাইল এর সিম কিনে নিয়ে আসি।

তো গেলাম তার সাথে। সিম কিনলাম। তার পর বাসায় আসলাম।

সন্ধা ৭ টা বাজে। তখন হাত মুখ ধুয়ে পড়তে বসছি।
সন্ধ্যা ৭ টা থেকে ৮ঃ৪৫মি. পর্যন্ত পড়লাম। তার পর বাবা আসল শোরুম থেকে রাত ৯ টার সময়।
তার পর সবাই মিলে কথা বার্তা বললাম। রাত ১০ বেজে গিয়েছে।

তখন মা সবার জন্য খাবার তৈরি করে সবাইকে ডাকছিল খাওয়ার জন্য।

তখন সবাই মিলে খাওয় দাওয়া শেষ করতে করতে রাত ১০ঃ ৪৫ বেজে গেল।

তার পর থেকে রাত১১ঃ ৩০ পর্যন্ত আমি একটু অনলাইন ঘাটলাম।

তার পর শুতে গেলাম।
এখন ঘুমাব।😴😴

আর এইখানে আজকের দিনের কাজ আশা করি শেষ

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

খোদা হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Hi @steemcurator01
I post according to the rules all the time but how many posts are over my seven days. So far no votes have been received. Please check.
https://steemit.com/hive-141731/@solaiman12/the-diary-game-12-08-2020-a-tiring-day

আপনি ভালো লিখেছেন এগিয়ে যেতে হবে সবাইকে মিলে মিশে