... নিয়ে হাজির। এ সপ্তাহের থিমটা একটু অনন্য। আমাদের দেশে অনেক মানুষ রাস্তায় বসবাস করে। তাদের সম্পর্কে আপনাদের কাছ থেকে জানার জন্য এই সপ্তাহের থিম Street Life সিলেক্ট করেছি।
আমাদের দেশে প্রায় ৬লাখ মানুষ রাস্তায় বসবাস করে। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন গল্প আছে,স্বপ্ন আছে। পরিবার নিয়ে রাস্তার পাশে ফুটপাতের ওপর সুখের সন্ধান করে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে প্রিয়জনের মুখ-খানা দেখাই যেন সমস্ত সুখ পেয়ে বসা। এদের জীবনের গল্প গুলোকে সুন্দর করে সাজিয়ে তুলে ধরুন।
"রাস্তায় বসবাস করা মানুষ,রাস্তার পাশের কোন সেলার অথবা পথশিশুদের খেলাধুলা করার কোন মুহুর্ত যদি আপনার ক্যামেরায় ধারণ করা থাকে, এবং সেই ছবির পিছনের গল্প লিখে পোস্ট করতে পারেন"
❗রুলসগুলো সব কিছু আগের মতই কিন্তু তারপরও আবারো বলে দিচ্ছি:
১. পোস্ট আপনি বাংলা অথবা ইংরেজি যে কোন ভাষায় লিখতে পারবেন।
২. পোস্টে #bestofbd এবং # appicsbangladesh ট্যাগ দুটি অবশ্যই ব্যবহার করবেন।
৩. আপনি এই চ্যালেঞ্জটিতে সর্বোচ্চ পাঁচটি এন্ট্রি নিতে পারবেন।
৪. ফটো অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে এবং সেখানে আপনি থাকলে আরো ভালো ।
আর যেটা না বললেই নয় সেটা হল দয়া করে শুধু শুধু #bestofbd ব্যবহার করবেন না। শুধুমাত্র চ্যালেঞ্জের পোস্ট গুলোতেই ওই ট্যাগ ব্যবহার করবেন।
উইনার রিওয়ার্ড আগের মত যিনি উইনার হবে তাকে 5000 APX পাওয়ার এক মাসের জন্য ডেলিগেশন দেওয়া হবে।
আগামী শনিবার এই চ্যালেঞ্জের উইনার ঘোষণা করা হবে।
প্রথম সপ্তাহের বিজয়ী আগের পোস্টে ঘোষনা করা হয়েছে। না দেখে থাকলে গিয়ে দেখে আসুন এবং অভিনন্দন জানিয়ে আসুন।
©Photo credit goes to @aslom-latif
⚡এই পোষ্টের টুইস্ট যেটি সেটি হল আপনি যদি আগামী সপ্তাহের চ্যালেঞ্জ টি কি হতে পারে সেটি যদি ধারণা করতে পারেন তাহলে কমেন্টে জানান, আপনার ধারনাটি যদি আগামী সপ্তাহের চ্যালেঞ্জ এর সাথে মিলে যায় তাহলে আপনার সেই কমেন্টে @toushik এবং @masudrana একাউন্ট থেকে ১০০% ভোট পাবেন।
সাথেই থাকবেন
🖤🖤🖤ধন্যবাদ সবাইকে🖤🖤🖤
Let's see another lifestyle of our people. It is going to be an amazing week ☺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Great challenge bro ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I think the next challenge is about "passion of my life"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit