... করেন? তাহলে এই সপ্তাহের থিম টা আপনার জন্যই। আপনার আকাঁর দক্ষতা APPICS এ দেখানোর এটাই সুযোগ। আপনাদের মধ্যে অনেকেই অনেক ভালো আর্ট করতে জানেন। সেইজন্যই এই সপ্তাহে আমরা চেয়েছি, আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে কিছু ক্রেটিভ APPICS লোগো ডিজাইন পোস্ট করা হোক।
আপনি পেন্সিল, কলম, রং তুলি যেকোন কিছু দিয়েই APPICS এর লোগো আঁকতে পারবেন। ডিজাইন টা ঠিক রেখে( Official APPICS Logo এর ডিজাইন) ক্রেটিভ কিছু আঁকতে পারেন।
যেমন: APPICS চাঁদের মধ্যে। আমরা ক্রেটিভ ডিজাইন আশা করবো আপনাদের কাছ থেকে।
এ সপ্তাহের রুলসে একটু পরিবর্তন থাকছে:
১.পোস্ট আপনি বাংলা অথবা ইংরেজি যে কোন ভাষায় লিখতে পারবেন।
২. পোস্টে #bestofbd এবং #appicsbangladesh ট্যাগ দুটির সাথে #appicslogo ট্যাগ টিও ব্যবহার করবেন।
৩. আপনি এই চ্যালেঞ্জটিতে সর্বোচ্চ পাঁচটি এন্ট্রি নিতে পারবেন।
৪. অবশ্যই আপনার নিজের আকাঁ হতে হবে। হতে পারে আপনার ফ্রেন্ড ভালো আঁকতে পারে তাকে বলে আঁকিয়ে নিলেন, সেক্ষেত্রে তাকে মেনশন করতে হবে।
আর যেটা না বললেই নয় সেটা হল দয়া করে শুধু শুধু #bestofbd ব্যবহার করবেন না। শুধুমাত্র চ্যালেঞ্জের পোস্ট গুলোতেই ওই ট্যাগ ব্যবহার করবেন।
উইনার রিওয়ার্ড আগের মত যিনি উইনার হবে তাকে 5000 APX পাওয়ার এক মাসের জন্য ডেলিগেশন দেওয়া হবে।
আগামী শনিবার এই চ্যালেঞ্জের উইনার ঘোষণা করা হবে।
প্রথম সপ্তাহের বিজয়ী আগের পোস্টে ঘোষনা করা হয়েছে। না দেখে থাকলে গিয়ে দেখে আসুন এবং অভিনন্দন জানিয়ে আসুন।
⚡এই পোষ্টের টুইস্ট যেটি সেটি হল আপনি যদি আগামী সপ্তাহের চ্যালেঞ্জ টি কি হতে পারে সেটি যদি ধারণা করতে পারেন তাহলে কমেন্টে জানান, আপনার ধারনাটি যদি আগামী সপ্তাহের চ্যালেঞ্জ এর সাথে মিলে যায় তাহলে আপনার সেই কমেন্টে @toushik এবং @masudrana একাউন্ট থেকে ১০০% ভোট পাবেন।
সাথেই থাকবেন
🖤🖤🖤ধন্যবাদ সবাইকে🖤🖤
Nice initiative here guys!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ami to 1 hour age ekta up dici...oita count hbe ki?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Another creative week 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু লোগো আমি যদি পেনসিল দিয়ে আর্ট করি। রং না করলে হবে না?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit