আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আমি স্টিমিটে নতুন ইউজার এবং আমার ইউজার আইডি @afrojalucky।যেহেতু আমি নতুন তাই আমি চাইছি প্রথমেই আমার পরিচয় দিতে।
আমার পুরো নাম “আফরোজা কানন লাকী”।আমার ডাকনাম “লাকী” যার মানে হলো “ভাগ্যবতী” নামটি আমার বাবা রেখেছিলেন। কারণ আমার বাবা বিশ্বাস করতেন পরিবারের প্রথম মেয়ে সৌভাগ্য নিয়ে আসে।যাইহোক, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আমার পিতামাতার প্রথম সন্তান। তাছাড়া আমার একটি ছোট ভাই এবং একটি ছোট বোন রয়েছে তারা উভয়ই পড়াশুনা নিয়ে আছে।
আমি ২৫ বছর বয়সী। আমি নওগাঁ, রাজশাহী, বাংলাদেশের। আমার পরিবারে বাবা, মা এক ছোট ভাই এবং এক ছোট বোন আছে।
আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এখন তিনি কুয়েতে থাকেন। আমার মা একজন গৃহিণী। আমি ২০১২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এবং ২০১৪ সালে আমি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হই। আমি ২০২০ সালে আমার স্নাতক শেষ করেছি। আমার পড়াশোনা শেষ করার পরে এখন আমি সম্পূর্ণ বেকার। এই মুহূর্তে চাকরি পাওয়া খুব কঠিন। তাছাড়া, আমি নিজে খুব রক্ষণশীল পরিবারের অন্তর্ভুক্ত। পরিবারের লোকজন মেয়েদের বাইরে চাকুরী করা পছন্দ করে না। তাই আমি অনলাইনে কিছু করতে চাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ বিভাগে অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন তিনি ফ্রিল্যান্সারের জন্য কাজের সুযোগ বাড়িয়েছেন এবং সফল ফ্রিল্যান্সদের সার্টিফিকেটও প্রদান করেছেন।
সবার জীবনেই শখ থাকে। আমিও তাদের বাইরে নই। আমারও অনেক ধরনের শখ আছে। আমি ভ্রমণ, কেনাকাটা, পড়া এবং বাগান করতে পছন্দ করি। আমি নতুন জিনিস আবিষ্কার করতে পছন্দ করি। আমার অবসর সময়ে আমি টিভি দেখি এবং আমার ফোন স্ক্রোল করি। একদিন, আমি আমার ফোন স্ক্রোল করছিলাম এবং হঠাৎ করেই আমি YouTube এর মাধ্যমে steemit এর ব্যাপারে জানতে পারলাম সেই সাথে আমি New commers comunity সম্পর্কেও জানলাম। এটি একটি মহান এবং খুব সহায়ক সম্প্রদায়। এই কমিউনিটির প্রত্যেক ব্যক্তি যেমন মডারেটর, অ্যাডমিন তারা স্টিমিটে নতুনদের জন্য খুবই সহায়ক। তারা নতুনদের সঠিক পথে পরিচালিত করে।আমি আশা করি এই চমৎকার প্ল্যাটফর্মে আমি নিজেকে দেখতে পারব এবং নতুন কিছু শিখতে পারব।সবাই ভাল এবং সুস্থ থাকবেন। এখানেই আমি আমার পরিচয় শেষ করছি।
আমার আচিভমেন্ট ১ ভেরিফাইড পোষ্টটি হলোঃ
https://steemit.com/hive-172186/@afrojalucky/achievement-1-introduction-post-afrojalucky
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
অভিনন্দন আপু তোমাকে বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটিতে। আশা করছি খুব শীঘ্রই একজন মডারেটর আপনার পোস্ট ভিজিট করবে এবং আপনাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবে।
এবং আমি দৃঢ় বিশ্বাস করছি আপনাকে আমাদের কমিউনিটিতে কাজ করার জন্য অনুমতি দেওয়া হতে পারে। শুভেচ্ছা শুভকামনা এবং অবিরাম ভালোবাসা রইলো।
please set your current tag
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্লাটফর্মে আপনাকে সুস্বাগতম। আপনার জীবন বৃত্তান্ত খুবই সুন্দর। বিশেষ করে আপনার নামটি তাছাড়া শিক্ষাগত যোগ্যতা অনেক সত্যিই আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, @afrojalucky
Follow these steps to get yourself verified in the community.
Make sure you add a verification picture in your introduction post
What is Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for Joining our BOC community.
Keep sharing creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you join our discord server by just clicking on the above BoC poster.
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.
Join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit