আমার তোলা নারিকেলের হোস বা, ফোঁপরা আলোকচিত্র 📸 🌹

in hive-144064 •  yesterday 

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু নারিকেলের হোস বা, ফোঁপরা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

নারিকেলের হোস বা, ফোঁপরা আলোকচিত্র

1000053013.jpg

লোকেশন
Device :- realme C55

IMG20240804150147.jpg

IMG20240804150153.jpg

সাদা হালকা হলুদ বর্ণের গোলাকার দেখতে বলেন তো এগুলা কি? অনেকে দেখে নিশ্চয়ই চিনে গেছেন। এই গুলো হলো নারিকেলের ফোঁপরা। অনেক এই গুলো কে নারিকেলের হোস বলে থাকে। নারিকেলের ফোঁপরা খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। নারিকেলের ফোঁপরা খেতে সেই স্বাদ। নারিকেলের ফোঁপরা খেতে সবাই খুব পছন্দ করে। নারিকেলের ফোঁপরা আমার খুবই প্রিয় একটা খাবার। নারিকেলের ফোঁপরা খেতে আমার কাছে খুব ভালো লাগে। নারিকেল থেকে যখন গাছের চারা বের হয় তখন নারিকেলের ভিতরের অংশে নারিকেল শাঁস বা, ফোঁপরা হয়ে থাকে । নারিকেল শাঁস কেটে বের করা হয়। নারিকেলের ফোঁপরার মতোই স্বাদ হয়ে থাকে তালের আঁটির শাঁস। নারিকেলের ফোঁপরা অনেক পুষ্টি উপাদান রয়েছে। নারিকেল ফোপরাতে ভিটামিন, ক্যালোরি এবং এন্টি-অক্সিডেন্ট রয়েছে।

IMG20240804150132.jpg

IMG20241111144642.jpg

IMG20241111144805.jpg

IMG20241111144811.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নারকেলের ফামড়া দেখেই খেতে ইচ্ছা করছে। অনেক বছর হয়ে গেলো খাই না। সত্যিই অনেক স্বাদের ও লোভনীয় একটা ইউনিক খাবার। ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রতিনিয়ত অনেক দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে অনেক বেশি সুন্দর থাকে। আর আমি মুগ্ধ হই।