আসসালামু আলাইকুম/আদাব
আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি নদীর অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। বিকেলবেলা এই নদীর পাড়ে এসেছিলাম। নদীর পাড়ে এসে খুবই ভালো লাগলো। গ্রামের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য যেন ফুটে উঠেছে এই গ্রামের প্রকৃতির মাঝে। তাই প্রকৃতির দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। সেই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করলাম। এই সুন্দর বিকেলের দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগলো। তাই সেই দৃশ্যগুলো ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। বিশেষ করে নদীতে সৌন্দর্যময় দৃশ্যের মধ্যে নৌকা দেখতে পেলাম। এই নৌকার দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। আসলে নদীর পানি বৃদ্ধি পাওয়াতে নদীর পানি যেন ফসলের জমি দিয়ে আসছে। আর সেই ফসলের জমির পাশ থেকে আমি নদীর এই সুন্দর দৃশ্য দেখতে পেলাম।
গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য এই নদীর পারে ফুটে উঠেছে। বিশেষ করে গ্রামের মানুষ নদীর পাড়ে গোসল করছে এবং তারা কাজ করছে। আসলে পাট যার দ্রব্য থেকে তারা আঁশ ছাড়িয়ে নিয়েছে। এই পাটর দ্রব্যগুলো থেকে আঁশ ছাড়ানোর দৃশ্য আমি দেখতে পেলাম। আসলে এভাবে কখনো আঁচ ছারানো দেখিনি, আজকে আমি দেখতে পেলাম এবং নৌকা চলার এরকম পরিবেশের মধ্যে নদীর পাড়ে এসে খুবই ভালো লাগলো। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় গ্রামের এই দৃশ্যগুলো দেখে আমার মন ভরে গেল।
ফোনের বিবরণ
ক্যামেরা | Samsung |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
মডেল | Galaxy S6 edge. |
ক্যাপচার | @amina001 |
অবস্থান | বাংলাদেশ। |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit