আসসালামুয়ালাইকুম। আমার নাম মো: আনিছ-উর-রহমান চৌধুরী । আমি ঢাকা, বাংলাদেশ থেকে লিখছি এবং আমার বয়স ৪৫ বছর। বর্তমানে আমি সিনিয়র ম্যানেজার (এম,সি,ডি) হিসেবে নাইস ডেনিম মিলস লি: এ কর্মরত আছি। স্টিমিট সম্পর্কে আমি ইউটিউব ভিডিও থেকে জেনেছি এবং স্টিমিট এ কাজ করার জন্য আগ্রহী হয়েছি, তাই আমি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি।
আমার পরিচয় :
আমি চট্টগ্রামের আনোয়ারা থানার বারখাইন গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করি। হাজী উমেদ আলী সরকার বাড়ী নামে আমাদের বাড়ীটি এলেকায় বিশেষভাবে পরিচিত। আমার বাবার নাম মহিউদ্দিন আহমদ চৌধুরী, আর মায়ের নাম রোকেয়া খানম। বাবা মায়ের সাত সন্তানের মধ্যে আমি দ্বিতীয়। আমি তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে এস,এস,সি ও আনোয়ারা সরকারী কলেজ হতে ১৯৯৭ সালে এইস,এস,সি ও ১৯৯৯ সালে বি,কম পাশ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছি যা উপরে উল্ল্যেখ করা হয়েছে। এই স্টিমিট কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে আমি নিজকে ভাগ্যবান মনে করছি।
পারিবারীক জীবন :
আমার স্ত্রীর নাম সৈয়দা আয়শা সিদ্দিকা। তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশের আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার বড়লিয়া গ্রামে। আমার এক বড় বোন এবং দুই ছোট ভাই, তিন ছোট বোন আছে। আমার বাবা-মা আল্লাহ্ র অশেষ কৃপায় বেঁচে আছেন। আমার দুই মেয়ে, ফাঈকা ইসবাহ ঈরা এবং রুয়াইদাহ রহমান হৃদী। আমার পরিবারে আমরা মোট চারজন সদস্য।
কম্পিউটারে আমার দক্ষতা:
ডিজাইনিং: ফটোশপ, ইলাস্ট্রেটর; এমএস- অ্যাক্সেস; অফিস স্যুট: এমএস- অফিস, এমএস- এক্সেল, পাওয়ার পয়েন্ট; অপারেটিং এনভায়রনমেন্ট: ডস, উইন্ডোজ 95/98/2000, উইন্ডোজ এনটি, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, টাইপিং স্পিড: বাংলা-৪০, ইংরেজি-৬৫+
অনলাইন মার্কেটিং এ আমার দক্ষতা:
ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্ট্রগ্রাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কনটেন্ট মার্কেটিং, ডাটা এন্ট্রি।
অমার কাজের অভিজ্ঞতা:
(0১) সাদ- সান টেক্সটাইল মিলস লিমিটেড মুলাইদ,শ্রীপুর, গাজীপুরে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলাম ১৫-০২-২০০৬ইং থেকে ১৬-০৩-২০১৪ইং পর্যন্ত।
(২) নাইস ডেনিম মিলস লিমিটেড এ সহকারী ব্যবস্থাপক (এম,সি,ডি) হিসেবে কর্মরত ছিলাম ১৭-০৩-২০১৪ইং থেকে ৩১-১০-২০১৮ইং পর্যন্ত। (৩) সিনিয়র ব্যবস্থাপক (এম,সি,ডি) হিসেবে কর্মরত আছি ০১-১১-২০১৮ইং থেকে এখন পর্যন্ত।
পরিশেষে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতটা সময় ধরে লিখাটি পড়ার জন্য , এখানে আমি আমার প্রাথমিক পরিচিতি উপস্থাপন করলাম । ভবিষ্যতে নতুন ও ভিন্নধর্মী লিখা নিয়ে আপনাদের সমীপে হাজির হওয়ার আশা পোষন করছি।
ধন্যবাদ সবাইকে
আল্লাহ্ হাফেজ।
বাংলাদেশ থেকে
মো: আনিছ - উর – রহমান চৌধুরী।
@anischy
This is my Newcomer’s Community Achievement 1 verified link : https://steemit.com/hive-172186/@anischy/achievement-1-my-1st-post-anischy
Hi, @anischy
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @anischy, Thank you for your introduction post. You can now continue with the Achievement-2 post related to the basic security on Steem.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit