চায়না বাঁধ ও যমুনা নদী ভ্রমণ।

in hive-144064 •  last year 

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


আজকে আপনাদের সাথে আমার ঈদ পরবর্তী কিছু ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব।আমি আমার পরিবারসহ ঈদের তৃতীয় দিনে যমুনা নদী এবং চায়না বাঁধ ভ্রমণে গিয়েছিলাম।জায়গাটি নদীর পাশে হওয়ার কারণে এটি আমার অনেক পছন্দের।তাহলে চলুন শুরু করা যাক আমার ঘোরাঘুরির মুহূর্তের সময় গুলো।
IMG_20230424_155249.jpg

IMG_20230424_155121.jpg


সবুজ ঘাসের উপর বসে থাকতে কার না ভালো লাগে,তারপর আবার দু'পাশে যদি থাকে নদী। হ্যাঁ বন্ধুরা এমন একটি সৌন্দর্য উপভোগ করার জায়গা হল চায়না বাঁধ।অসাধারণ একটি বিকাল কাটাতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জে চায়না বাঁধে।চায়না বাঁধকে ক্রসবার ৩ ও বলা হয়। যমুনা নদীর এই বাঁধে প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসে। এখানে বসে থাকতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমি এই জায়গাটি অসাধারণভাবে উপভোগ করেছি এবং আমার নৌকা ভ্রমণ করার অভিজ্ঞতা ও হয়েছে।
IMG_20230424_162915.jpg

IMG_20230424_164009.jpg


নৌকা ভ্রমণ আমার অনেক পছন্দের। যমুনা নদীতে নৌকা ভ্রমণ করে আমার অনেক ভালো লেগেছে। নৌকা থেকে নদী এবং যমুনা সেতুর সৌন্দর্য উপভোগ করে আমি সত্যিই অনেক আনন্দিত। নৌকা ভ্রমণ কালীন সময়ে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যার ফলে পরিবেশ হয়েছিল অসাধারণ।গাড়ি করে যমুনা সেতু অনেক বার পার হয়েছি কিন্তু যমুনা সেতুর নিচ দিয়ে নৌকায় করে কখনো ভ্রমণ করা হয়নি এর আগে। সব মানুষেরই উচিত ইট পাথরের শহর হতে দূরে গিয়ে এরকম একটি সৌন্দর্যময় জায়গা ভ্রমন করা। এর ফলে মন এবং শরীর দুটোই অনেক ভালো থাকবে।
IMG_20230424_164326.jpg


IMG_20230424_164654.jpg


IMG_20230424_164734.jpg


নৌকা ভ্রমন কালীন সময়ে আমরা বঙ্গবন্ধুর রেইল সেতুও পরিদর্শন করেছিলাম। এটি নির্মাণাধীন। শ্রমিকেরা সেখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। সব মিলিয়ে যমুনা নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা ছিল সত্যিই অনেক মনোমুগ্ধকর।


IMG_20230424_164607.jpg


IMG_20230424_165000.jpg


ঘোরাঘুরির পর আমরা বেশ কিছু ফটোগ্রাফি করে নিলামএবং সন্ধ্যা গড়িয়ে আসলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে এ পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে আবারও আসবো নতুন কোন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চায়না বাঁধের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো অসাধারণ জায়গা

ধন্যবাদ।

Wonderful some Photography you shared.

Thank you.

জায়গাটি খুব সুন্দর। অনেক দিন আগে গিয়েছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।