কুমিল্লা ভ্রমণ পর্ব 3

in hive-144064 •  last year 

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


আমার কুমিল্লা ভ্রমণের আজকে কুমিল্লার ময়নামতির ভ্রমণের অভিজ্ঞতা এবং কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মধ্যে কুমিল্লার ময়নামতি একটি অন্যতম।


20230217_115036.jpg


ময়নামতি একটি পাহাড়ি এলাকায় এর উত্তর-দক্ষিণে প্রায় ১১ কিলোমিটার লম্বা এবং প্রস্থে প্রায় দেড় কিলোমিটার। গড়ে প্রায় ৫০ ফুট লম্বা এবং কোন কোনটির প্রায় ১০০ ফুটের মতো লম্বা।

20230217_115348.jpg


পাহাড় শ্রেণীর উত্তর ভাগের নাম ময়নামতি এবং দক্ষিণ ভাগের নাম লালমাই। প্রথমে আমরা শালবন বৌদ্ধ বিহারে যাই।


20230217_114603.jpg

20230217_114647.jpg

20230217_115036.jpg


মূল বিহারটি দেব বংশের চতুর্থ রাজা ভবদেব আনুমানিক অষ্টম শতাব্দীতে নির্মাণ করেন। ১৯৫৫ সালের ময়নামতি বিহার খনন শুরু হলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসে।


20230217_115802.jpg

20230217_115726.jpg

20230217_120914.jpg


বৌদ্ধ মন্দির এবং সামনে একটি বিশাল মাঠ।

20230217_115334.jpg

প্রাচীন নিদর্শন এর ভিতরে এখনও কুয়াটি রয়ে গেছে।

20230217_115520.jpg

প্রাচীন বাংলার এসব নিদর্শন দেখতে পেয়ে মনে হচ্ছিল আমি যেন সেই সমতট জনপদের জীবন্ত প্রতিনিধি যে এখনো ময়নামতিতে অবস্থান করছি । এইসব প্রাচীন নিদর্শন দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল এবং অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করলাম। ধন্যবাদ আমার সকল বন্ধুদের আবার ফিরে আসবো নতুন কোন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনাদের শেয়ার করতে ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!