সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট।

in hive-144064 •  last year  (edited)

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।

প্রত্যেক মানুষের মাঝে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই এই প্রতিভা গুলো কাজে লাগায় না।আমি মনে করি এই প্লাটফর্মটি মানুষের প্রতিভা বিকাশের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে। ছোটবেলায় আমি অনেক আর্ট করতাম কিন্তু বড় হওয়ার পরে সে রকম আর আর্ট করা হয় না। এই প্লাটফর্মে অনেকেই ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকে। মেন্ডেলা আর্ট করতে একটু সময় প্রয়োজন হয়। ধৈর্য ধরে করলে এটি দেখতে দারুন লাগে। আমি খুব একটা ভালো ম্যান্ডেলা আর্ট করতে পারিনা তবুও আজকে একটি সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম।তাই ভাবলাম আপনাদের সাথে আর্টি শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক।


IMG_20230524_085056.jpg


প্রয়োজনীয় উপকরণ :

IMG_20230523_205434.jpg

IMG_20230523_185330.jpg

১.সাদা কাগজ।
২.কম্পাস।
৩.পেন্সিল
৪.স্কেল।
৫.মার্কার।
৬.রাবার।

ধাপ : ১।

IMG_20230523_185313.jpg

প্রথমে একটি সাদা কাগজে নেব এবং এটিকে স্কেলের সাহায্যে দৈর্ঘ্যে ১৮ সেন্টিমিটার এবং প্রস্থ ১৪ সেন্টিমিটার করে মেপে কেটে নেব।

ধাপ: ২।

IMG_20230523_194221.jpg

এবার পেন্সিল আর কম্পাসের সাহায্যে সাদা কাগজের একপাশ থেকে এক সেন্টিমিটার অর্ধেক বৃত্ত একে নেব। তারপর যথাক্রমে দেড় এবং আড়াই সেন্টিমিটার করে অর্ধেক বৃত্ত এঁকে নেব।


ধাপ :৩।

IMG_20230523_194924.jpg

তারপর আবারো যথাক্রমে তিন, সাড়ে চার, পাঁচ এবং সাড়ে পাঁচ সেন্টিমিটার পরে অর্ধেক বৃত্ত একে নেব।তারপর পেন্সিলের সাহায্যে সূর্যমুখীর পাপড়ির ন্যায় বড় বড় করে পাপড়ি একে নেব ।


ধাাপ: ৪।

IMG_20230523_200514.jpg

এবারে একটি কালো মার্কারের সাহায্যে পেন্সিলের দাগের উপর দিয়ে গাড় করে অঙ্কন করে নেব।


ধাপ: ৫।

IMG_20230523_200707.jpg

এবার প্রথম বৃত্তের মাঝে আড়াআড়ি ভাবে দাগ কেটে ডিজাইন করে নেব এবং এর উপরে শাড়িতে ছোট ছোট পাপড়ি আঁকবো এবং বাকি অংশ কালো মার্কার দিয়ে ভরাট করে দেব।


ধাপ: ৬।

IMG_20230523_201014.jpg

এর উপরের সারিতে চ্যাপ্টা আকারের পাপড়ি একে নেব আর তার উপরে লম্বা লম্বা দাগ করে ডিজাইন করে নেব এবং এর উপরে পেঁচিয়ে নকশা করে নেব।


ধাপ:৭।

IMG_20230523_201316.jpg

এবার প্যাঁচানো নকশার ফাঁকা অংশ কালো মার্কার দিয়ে ভরাট করে তার ওপরে শাড়িতে বড় বড় করে পাপড়ি একে নেব।


ধাপ :৮।

IMG_20230523_202822.jpg

এবার পাপড়ি গুলোর মাঝে নকশা করে নেবএবং ফাঁকা অংশ ভরাট করে দেবো । তার ওপরে শাড়িতে আবারো ছোট ছোট করে পাপড়ি এঁকে নেব।


ধাপ: ৯।

IMG_20230523_203559.jpg

এবার আবারো পাপড়িগুলার মাঝে নকশা করে নেব এবং ফাঁকা অংশ কালো মার্কা দিয়ে ভরাট করে দেব। তার ওপরে সারিতে পাঁচটি করে দাগ এবং একটি করে কালো বৃত্ত একে নকশা করে নেব ।


ধাপ :১০।

IMG_20230523_204452.jpg

IMG_20230524_105912.jpg

শেষ ধাপে সূর্যমুখীর বড় বড় পাপড়ির মাঝে কালো মার্কার দিয়ে নকশা করে নেবএবং আমার সিগনেচার করে দেব।ব্যাস তৈরি হয়ে গেল সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট।

IMG_20230524_085056.jpg

IMG_20230523_214341.jpg

IMG_20230523_205216.jpg

এবারে আর্টটির কিছু ফটোগ্রাফি করে নিলাম।

বন্ধুরা আমি ম্যান্ডেলা আর্ট খুব একটা ভালো করে আঁকতে পারি না। তারপরও চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে আবারো হাজির হবে নতুন কোন বিষয় নিয়ে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi!

Thanks for sharing the creative content.
Your post has been selected for our daily BoC contest. Always share the quality and creative content.

image.png