কুমিল্লা ভ্রমণ পর্ব ২

in hive-144064 •  last year 

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় বিউটি অফ ক্রিয়েটিভিটির বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


আজ আমি আপনাদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ভ্রমণের কিছু ছবি শেয়ার করব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাহাড়ে ঘেরা একটি সুন্দর বিশ্ববিদ্যালয়। পূর্বে আমি কখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাইনি। বিদ্যালয়টির চারপাশে ছোট ছোট পাহাড় দ্বারা বিস্তৃত এবং পাহাড়ের উপরে বিভিন্ন ফ্যাকালিটি আছে।

IMG-20230412-WA0001.jpg


বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ময়নামতি শালবন বিহার নামক স্থানে প্রায় ২৪৪ একর স্থান জুড়ে অবস্থিত। এর পাশে শালবন বিহার, কুমিল্লার ক্যাডেট কলেজ।


IMG-20230413-WA0000.jpg


বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে মাত্র সাতটি বিভাগ ছিল। আর বর্তমানে ছয়টি অনুষদের অধীনে মোট ১৯ টি বিভাগ রয়েছে।

IMG-20230412-WA0008.jpg

IMG-20230412-WA0005.jpg


পাহাড়ের উপর থেকে বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্য তুলে ধরা হলো। বিদ্যালয়টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুন্দর একটি ভাস্কর্য রয়েছে, ভাস্কর্যটির শিল্পী হলা মৃণাল হক।


IMG-20230412-WA0003.jpg


IMG-20230412-WA0006.jpg


বিশ্ববিদ্যালয়টি দেখুন খুব সুন্দর একটি মসজিদ আছে।
যেখানে সকল মুসলিমরা নামাজ আদায় করে।

IMG-20230412-WA0007.jpg

শহিদ মিনারে যাওয়ার জন্য খুবই সুন্দর একটি রাস্তা আছে। দু'পাশে অনেক গাছ আছে এবং পাহাড়ে পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে।


IMG-20230412-WA0010.jpg

IMG-20230412-WA0009.jpg

বিশ্ববিদ্যালয়টির ভেতরের কিছু মনোরম প্রাকৃতিক ছবি ।
ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!