ফটোগ্রাফি 📸।। রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম।

in hive-144064 •  last year 

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।

আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ফটোগ্রাফির ব্লগ শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আরে ভালো লাগা থেকেই আমি অনেক ফটোগ্রাফি করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি।


ফটোগ্রাফি 📸: ১।

IMG_20230521_163748.jpg


এতে ডালিয়া ফুলের একটি ছবি। ডালিয়া ফুল আমার ভীষণ পছন্দের। এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ছবিটা আমি সিরাজগঞ্জের একটি পার্কে ঘুরতে গিয়ে উঠিয়ে ছিলাম।পরিবেশের সৌন্দর্য বর্ধনে এই ফুলের কোন জুড়ি নেই ।


ফটোগ্রাফি 📸: ২।

IMG_20230521_163933.jpg

এটি কুঞ্জলতা ফুল গাছের একটি ছবি। যদিও আঞ্চলিক ভাষায় এটিকে আমরা গেইট ফুল বলি। এই গাছটিতে ছোট ছোট লাল রঙের ফুল ফোটে। গাছের পাতাগুলো অসাধারণ কারুকার্য খন্ডিত । এই সুন্দর গাছটির ছবি আমি আমার বড় বোনের ছাদ বাগান থেকে উঠিয়ে ছিলাম।


ফটোগ্রাফি📸 : ৩।

IMG_20230521_163911.jpg


এই অসাধারণ প্রাকৃতিক ছবিটি ঢাকার অভ্যন্তরীণ জিন্দা পার্কের। জিন্দা পার্ক আমার অন্যতম পছন্দের একটি জায়গা কেননা এই পার্কটিতে কৃত্রিমতার চেয়ে প্রাকৃতিক পরিবেশ বেশি লক্ষণীয়। পানির উপরে ভাসমান এই সেতুটি আমাকে মুগ্ধ করেছিল। আপনারাও চাইলে এই অসাধারণ জায়গাটি পরিদর্শন করে আসতে পারেন।


ফটোগ্রাফি📸: ৪।

IMG_20230521_164840.jpg


এটি গন্ধরাজ ফুলের একটি ছবি। গন্ধরাজ ফুলের অসাধারণ ঘ্রাণ আমাকে মুগ্ধ করে বারবার। এই ফুলটি থেকে সুগন্ধী ও তৈরি করা হয়। ফুলটির আরো কিছু নাম আছে যেমন গুলচন্দ গার্ডেনিয়া ইত্যাদি। সুন্দর এই ফুলের ছবিটি আমি আমার বড় বোনের ছাদ বাগান থেকে তুলেছিলাম।


ফটোগ্রাফি 📸: ৫।

IMG_20230521_164459.jpg

এটি একটি রঙিন গাছ। এই গাছগুলো বিয়ের অনুষ্ঠান অথবা অন্য কোন অনুষ্ঠান উদযাপন করার ক্ষেত্রে সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয়। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমি এই ছবিটি উঠিয়েছিলাম। কৃত্রিম এই গাছটির কালার কম্বিনেশন আমার অনেক ভালো লেগেছে।


ফটোগ্রাফি 📸:৬।

received_233848248196446.jpeg

অসাধারণ একটি গোলাপ বাগান। এ যেন পৃথিবীর ওপর জান্নাতের এক টুকরো অংশ। গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের। বারবার ছুটে যেতে ইচ্ছে করে এই মোহনীয় গোলাপের বাগানে। ছবিটি আমি বারবার দেখি তাই আপনাদের সাথে ও শেয়ার করলাম।


ফটোগ্রাফি 📸: ৭।

received_669629980604759.jpeg

এটি লাল জবা ফুলের একটি ছবি। ছবিটি আমি মৌলভীবাজারে গিয়ে তুলেছিলাম। জবা ফুলের অনেক ভেষজ উপকারিতা আছে। তার মধ্যে অন্যতম একটি দিক হল এটা চুলের জন্য অনেক উপকারী।


বন্ধুরা আমার ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগল জানাবে।আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হবে আবারো নতুন কোন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very beautiful pictures that you share friends

Thanks for your comments....

Hi!

Thanks for sharing the creative content.
Your post has been selected for our daily BoC contest. Always share the quality and creative content.

image.png

Very cool, you get beautiful flower pictures.

Thank you

অসাধারণ রেনডম ফটোগ্রাফি করেছেন

ধন্যবাদ আপনাকে।

সকল ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার খুবি ভালো লেগেছে।

সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।