রঙিন কাগজ দিয়ে পাতা তৈরি। ☘️🌿☘️

in hive-144064 •  last year 

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


1685718232863.jpg

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে খুব সহজ পদ্ধতিতে একটি পাতা তৈরি করার ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার বেশ ভালই লাগে। অনেক ছোটবেলা থেকেই আমি এই কাগজের নৌকা, পাখি, ফুল সহ আরো অনেক অনেক জিনিস তৈরি করতাম।আর এই ইউনিক পাতা তৈরির পদ্ধতিটি আমি আজকেই শিখেছি। এত সহজ ভাবে সুন্দর একটি পাতা তৈরি করতে পেরে আমি সত্যিই অনেক খুশি । তাই ভাবলাম এই পাতা তৈরীর পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।


প্রয়োজনীয় উপকরণ সমূহ :

IMG_20230602_221155.jpg

১. কাগজ।
২.পেন্সিল।
৩. কাঁচি।


ধাপ : ১।

1685722626647.jpg

প্রথমে একটি ছোট সাইজের সবুজ রঙের কাগজ নিব।


ধাপ :২।

IMG_20230602_203909.jpg

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাজ করে নেব।


ধাপ : ৩।

IMG_20230602_203925.jpg

এবার এর উপর দিয়ে আরো একটি ভাজ দিযে দেবো।ছবির মধ্যে যেমন দেখা যাচ্ছ।


ধাপ : ৪।

IMG_20230602_204009.jpg

IMG_20230602_203944.jpg

এবার দুই নম্বর ভাজটি খুলে। দুই পাশ থেকে কাগজ এনে। আবারও ভাজ করে দেব। ঠিক ছবির মধ্যে যেমনটি দেখা যাচ্ছে সেরকম হবে।


ধাপ : ৫।

IMG_20230602_204100.jpg

IMG_20230602_204027.jpg

এবার দুপাশ থেকে করা ভাজটি খুলে নেব এবং পিছন দিক করে নেব।এবার পিছন সাইডে ভাজের দাগ থেকে আরও একটি ভাজ দিয়ে দেব । ঠিক ছবির মধ্যে যেমন দেখা যাচ্ছ।


ধাপ : ৬।

IMG_20230602_204219.jpg

এবার ঠিক একই রকম করে আরও একটি ভাজ দিয়ে দেবো।ঠিক ছবির মধ্যে যেমনটি দেখা যাচ্ছে ।


ধাপ : ৬।

IMG_20230602_204353.jpg

IMG_20230602_204234.jpg

এবার এটিকে ঠিক একই ভাবে আরও একটি ভাজ দিয়ে দেবো ঠিক ছবির মতন করে।


ধাপ : ৬।

IMG_20230602_204625.jpg

এবার এটিকে কাটার সুবিধার্থে ঠিক ছবির মত করে পেন্সিলের সাহায্যে অংকন করে নেব ।


ধাপ : ৭।

IMG_20230602_204726.jpg

এবার এটিকে পেন্সিলের দাগের উপর দিয়ে কাঁচি দ্বারা কেটে নিলাম।এবার এটিকে খুলে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি পাতা।


ধাপ : ৮।

IMG_20230602_204820.jpg

এবার কাটা অংশটি খুলে নিলাম আর তৈরি হয়ে গেল সুন্দর একটি পাতা।


আমি এভাবে কয়েকটি পাতা তৈরি করেছি। আর সুন্দর করে কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20230602_210103.jpg

IMG_20230602_210045.jpg

IMG_20230602_210041.jpg

IMG_20230602_210014.jpg

IMG_20230602_205920.jpg

বন্ধুরা বিভিন্ন কালারের কাগজ দিয়ে এরকম পাতা তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগবে। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন।আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব আবারও নতুন কোন ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।

ধন্যবাদ সবাইকে।

ডিভাইস : poco x3
লোকেশন : ঢাকা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!