খুব সুন্দর বেলি ফুলের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে বেলি ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।

IMG_20220729_184302_174.jpg

বেলি ফুল দেখতে অনেক সুন্দর। বেলি ফুল বিভিন্ন জাতের হয়ে থাকে। বেলি ফুলের মধ্যে কিছু জাতের গন্ধ থাকে, আবার কিছু জাতের গন্ধ থাকে না। বেলি ফুলের গন্ধ থাকুক বা না থাকুক ফুল দেখতে কিন্তু অসাধারণ। বেলি ফুল যে কোনো মাটিতে চাষাবাদ করা যায় না। এঁটেল বা বলিযুক্ত মাটিতে চাষাবাদ না করে দোআঁশ যুক্ত মাটিতে চাষাবাদ করলে ভালো হয়।নিয়মিত এই ফুল গাছে পরিচর্যা করতে হয়।কখন সেচ দিতে হয়,কখন সার দিতে হয় সেদিকে খেয়াল রাখতে হয়।তাহলে এই ফুল গাছে কড়ি বেশি আসে এবং অনেক ফুল ফুটে। ফুল দেখতে অনেক সুন্দর লাগে। ফুল মানুষের মনকে আনন্দ দেয়। একটি সুন্দর মনোরঞ্জন ফুল মনকে সেই ফুলের দিকে আকর্ষণ করে।

IMG_20220729_184250_648.jpg

বেলি ফুল চাষাবাদ করে অনেক লাভবান হওয়া যায়। সাধারণত বেলি ফুলের চাষ গ্রামে বেশি করা হয়।বেলি ফুলের গাছ চাষাবাদ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। বেলি ফুলের গাছ বাড়ির সামনে খুবই কম দেখা যায়,এই ফুল বাগান হিসেবে চাষ করে থাকে।বেলি ফুলের কড়ি দিয়ে মালা গাঁথা হয়।এই ফুলের মালা যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হয়।অনেক ক্ষেএে বিয়ে বাড়িতে বরের গাড়ি বা বাসর সাজাতে এই ফুলের ব্যবহার হয়ে থাকে।

IMG_20220729_184341_745.jpg

IMG_20220729_184436_903.jpg

IMG_20220729_184355_405.jpg

বেলি ফুলের গাছ খুব বেশি বড় হয় না।সাধারণত ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে। এই ফুলের গাছ ঠিক মতো যত্ন করলে সার কীটনাশক ঔষুধ ব্যবহার করলে অনেক কড়ি গজায়।এই ফুলের ব্যবহার অধিক পরিমাণে হয়ে থাকে। ফুলটি সাদা আর কমলা রঙের হয়ে থাকে। আমার বেলি ফুল খুব ভালো লাগে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।এটাই কামনা করি।খোদা হাফেজ।

ফটোগ্রাফির বিবরণ

শ্রেণীঃ ফটোগ্রাফি

ক্যামেরাঃTecno kf8

লোকেশনঃ বাংলাদেশ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

boc_low_engagement.gif


Hi @ayesha-s,
Your weekly engagement points are very low. Increase your engagement in the community to maintain quality.
Thank You.

ওয়াও,, খুবই সুন্দর কিছু বেলি ফুলের ফটোগ্রাফি করেছেন। খুবই ভালো লাগলো বেলি ফুল গুলো দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।

ফুলগুলো দেখতে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো আমার

আপনি দুর্দান্ত সব বেলি ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

This flower looks beautiful, my friend.

I really like this flower. Thanks for share some beautiful flower photography. Keep it up.

Egulo porichito pul..togor pul donnobad share korara jonno