খুব চমৎকার একটি কলার গাছের ফটোগ্রাফি

in hive-144064 •  3 years ago 

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এটাই কামনা করি।
আমি আপনাদের মাঝে সুন্দর একটা কলা গাছের ফটোগ্রাফি শেয়ার করছি। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের সবার খুব ভালো লাগবে।
IMG_20220715_085528_093.jpg
কলা একটি সুস্বাদু ভিটামিন যুক্ত ফল,যা খেতে অনেক সুন্দর। কলা সারা বছরই পাওয়া যায়। আমাদের দেশে অনেক জাতের কলা রয়েছে।
যেমনঃ সাগর কলা,অনুপম কলা,আনাজি কলা,রাম কলা,অগ্নিসর লাল কলা,জি - নাইন কলা ইত্যাদি।

IMG_20220715_085242_039.jpg

কলা রয়েছে দুই ধরনের য়েমনঃ ১.কাঁচা কলা ২.পাকা কলা।
রক্ত স্বল্পতা রোগীদের জন্য কাঁচা কলা খুবই উপকারি।
কাঁচা কলা ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে।কাঁচা কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন,পটাশিয়াম, ও প্রোটিন থাকে।

আর পাকা কলাতে ও রয়েছে অনেক পরিমাণে আয়রন। পাকা কলা হার্ড কে ভালো রাখে।শরীরের দুর্বলতা দূর করে শরীরে শক্তি জোগায় পাকা কলা। আমাদের শরীরের জন্য পাকা কলার অনেক উপকারিতা রয়েছে।

IMG_20220715_101928_835.jpg

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল হলো কলা। কলা কে সুপার ফল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কলাতে সব ধরনের পুষ্টি রয়েছে,যা আমাদের শরীরের অনেক উপকার করে।
কলা খেতে অনেক ভালো লাগে। কলা একটি পুষটিকর ফল,যা অনেক রোগ নিরাময়ে সহায়তা করে।

শ্রেণিঃ ফটোগ্রাফি

ক্যামেরাঃ Tecno kf8

লোকেশনঃ বাঃলাদেশ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You have done a wonderful photo of the banana tree. It looks amazing to see the bananas in the banana tree. Thank you.

This banana when made into chips is very delicious my friend

আপনার কলা গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য