খুব সুন্দর কলাবতী ফুলের কিছু ফটোগ্রাফি।

in hive-144064 •  3 years ago 

হ্যালো,বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে কিছু কলাবতী ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার এই ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগবে।

IMG_20220715_085645_869.jpg

ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি।,যা পৃথিবীটাকে অনেক সুন্দর করে তোলে।ফুল হলো সুন্দরের প্রতীক।ফুলকে কারো হাতে মানায় না,ফুলকে প্রকৃত মানায় তার গাছে। ফুল সৌন্দর্য বৃদ্ধি করে, ফুল মানুষের মনকে আনন্দ দেয়। ফুল দেখতে অনেক সুন্দর লাগে। সূর্যের আলো ছাড়া ফুল সুবাস দিতে পারে না।পৃথিবীতে অনেক ফুল রয়েছে, যা মানুষকে সুবাস দেয়।

IMG_20220715_085655_339.jpg

IMG_20220715_085635_548.jpg

IMG_20220715_090538_824.jpg

কলাবতী ফুলের গাছ গুলো দেখতে কিছুটা হলুদ গাছের মতো।কলাবতী ফুলের রং গুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যেমনঃ ১.লাল রংয়ের ২.হলুদ রংয়ের। কলাবতী গাছের ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়। কলাবতী ফুলের গাছ গুলো সাধারণত লম্বা আকৃতির হয়।কলাবতী ফুল বাড়ির সামনে বা ঘরের পেছনে লাগানো হয়ে থাকে। এই ফুল গাছ গুলো লাগানোর উদ্দেশ্য থাকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য।

IMG_20220715_085633_791.jpg

আমাদের বাড়ির সামনে এই কলাবতী গাছের ফুল গুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

কলাবতী ফুলের বিবরণ

শ্রেণীঃ ফটোগ্রাফি

ক্যামেেরাঃ Tecno kf8

লোকেশনঃ বাংলাদেশ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি অনেক সুন্দর কলাবতী ফুলের কিছু ফটোগ্রাফি করেছেন। দেখতে খুব অসাধারণ লাগলো ।অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

You show beautiful photography on this flower.