খুব সুন্দর পেয়ারা ফলের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে কিছু পেয়ারা ফলের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20220718_113718_074.jpg

পেয়ারা খেতে অনেক ভালো লাগে। পেয়ারা খেতে পছন্দ করে না,এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।আমাদের দেশে বিভিন্ন ধরনের পেয়ারা পাওয়া যায়। অনেক মানুষ পেয়ারা লবণ ও মরিচ দিয়ে মাখিয়ে খেতে বেশি পছন্দ করে। অধিকাংশ বাড়ি বা বাগান থেকে আমরা পেয়ারা সংগ্রহ করে থাকি।পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর - অভাবে মুখে ঘা হয়।কিন্তু অনেক পেয়ারা খেলে ভিটামিন সি এর অভাব থাকে না। পেয়ারা ভিটামিন সি এর অভাব পূরণ করে থাকে।

IMG_20220718_113746_221.jpg

IMG_20220718_113453_444.jpg

IMG_20220718_113801_879.jpg

পেয়ারা গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পেয়ারা আমাদের সকলের প্রিয় একটি ফল।পেয়ারাতে অনেক পুষ্টি থাকে। পেয়ারা প্রায় সব ঋতুতেই পাওয়া যায়। পেয়ারার কিছু উপকারিতা রয়েছে। যেমনঃ
১.পেয়ারাতে ভিটামিন সি থাকে।
২.ত্বক সুন্দর করে।
৩.পেয়ারা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
৪.পেয়ারা রোগ -প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫.ডায়াবেটিস এর ঝুঁকি কমায়।
৬.পেয়ারা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে ইত্যাদি।

IMG_20220718_113824_441.jpg

IMG_20220718_113253_720.jpg

পেয়ারা খেতে খুবই সুস্বাদু লাগে। পেয়ারা পুষ্টি গুনে ভরপুর।আমাদের বাড়ির সামনে এই পেয়ারা ফল গুলো দেখে আমার খুব ভালো লাগলো। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।

ফটোগ্রাফির বিবরণঃ

শ্রেণীঃ ফটোগ্রাফি

ক্যামেরাঃ Tecno kf8

লোকেশনঃ বাংলাদেশ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

পেয়ারাগুলো দেখে জিভে জল চলে আসলো। লবণ মরিচ দিয়ে পেয়ারা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন আমরা সবাই বাড়িতে একত্রিত হই। তখন সকলে মিলে আমাদের গাছ থেকে পেয়ারা নিয়ে লবন মরিচ দিয়ে একসঙ্গে খাই। অনেক ভালো লাগে সকলে মিলে খেতে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

Guava is my most favourite fruit. Thanks for sharing such amazing photograph with us.

আপনি খুব সুন্দর পেয়ারা ফলের কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।