Pঅনেক চমৎকার কিছু পাতা বাহার গাছের ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে কিছু পাতা বাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20220730_113749_788.jpg

পাতা বাহার গাছ দেখতে অনেক সুন্দর। পাতা বাহার গাছ অনেক রকমের হয়ে থাকে।পাতা বাহার গাছ অনেক ঝাপড়া হয়।চারদিকে ডাল পালা মেলে বড় হয়। পাতা বাহার গাছের ডাল ভেঙে লাগালেই এই গাছ হয়ে যায়। পাতা বাহার গাছ এমন একটি গাছ যা বাড়ির আঙিনায় লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। বাড়ির বা গেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য পাতা বাহার গাছ লাগানো হয়ে থাকে। এই গাছে কোনো রকম ফুল ফোটে না শুধু পাতা অধিক পরিমাণে হয়ে বাড়তে থাকে।

IMG_20220730_113744_524.jpg

IMG_20220730_113602_453.jpg

IMG_20220730_113613_813.jpg

পাতা বাহার গাছ অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। অতিরিক্ত রোদে পাতা গুলো শুকিয়ে হলুদ হয়ে যায়। তাই যে জায়গাতে হালকা রোদ, আর হালকা ছায়া থাকে সেখানো লাগালে পাতা বাহার গাছ অধিক হারে বাড়ে।পাতা বাহার গাছে গোবর সার ব্যবহার করলে পাতা বাহার গাছ তাজা এবং সুন্দর হয়।

IMG_20220730_113626_241.jpg

পাতা বাহার গাছের পাতা গুলো দুই কালারের হয়ে থাকে। যেমনঃ কিছুটা সবুজ আর কিছুটা হলুদ।পাতা বাহার গাছের পাতা গুলো একটু চিকন লম্বা হয়।আমার পাতা বাহার গাছ খুব ভালো লাগে। আমি ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছি।তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এটাই কামনা করি।আল্লাহ হাফেজ।

ফটোগ্রাফির বিবরণ

শ্রেণিঃ ফটোগ্রাফি

ক্যামেরাঃ Tecno kf8

ফটোগ্রাফারঃ ayesha-s

লোকেশনঃ বাংলাদেশ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

পাতা গুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুবই সুন্দর এবং চমৎকার একটি পোস্ট যখনই আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

Thank you for sharing some of your photography with us.

পাতাবাহার গাছের পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর। সত্যি বাড়ির আঙিনায় গাছগুলো থাকলে বেশ অসাধারণ দেখাবে।

পাতাবাহার গাছের পাতাগুলো আমার অনেক ভালো লাগে। আমি আমাদের ঘরের সামনে এরকম একটি গাছ রোপন করেছি। কারণ পাতাগুলো আমার অনেক পছন্দের। ধন্যবাদ শেয়ার করার জন্য।