আসসালামু আলাইকুম, হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে কিছু বাদামি লেবুর ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে।
বাদামি লেবু খেতে অনেক সুন্দর লাগে। পুষ্টি গুনে ভরপুর এই বাদামি লেবু।এই বাদামি লেবু খেতে কিছুটা টক আর কিছুটা মিষ্টি হয়।অন্যান্য লেবু ফলের মধ্যে এই বাদামি লেবু সবচেয়ে বড় হয়। এর আকৃতি গুলো গোল এবং আকারে বেশ বড় হয়। বাদামি লেবুর ওজন এক থেকে দুই কেজি বা তার ও বেশি হয়ে থাকে। বাদামি লেবু সুন্দর করে কেটে লবন, মরিচ দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে।
বাদামি লেবু ভিটামিন যুক্ত ফল। বাদামি লেবুতে অনেক পরিমান ভিটামিন থাকে বলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্বি করে।যেমনঃ জ্বর আসলে আমাদের কিছু খেতে ইচ্ছে করে না।তখন আমরা বাদামি লেবু খেতে পারি,এটা রুচি বাড়াতে সাহায্য করে। যেসব মানুষের শরীর দুর্বল তাদের জন্য বাদামি লেবু অনেক উপকারি।বাদামি লেবু অনেক রোগের ঔষুধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বাদামি লেবু বর্ষাকালে পাওয়া যায়। বাদামি লেবুর গাছ দেখতে অনেক বড় এবং ঝাপড়া হয়।
বাদামি লেবুর গাছ যেখানে সেখানে লাগানো যায়।বাদামি লেবুর গাছে যখন বড় বড় ঝোপায় ঝোপায় বাদাম ধরে থাকে তখন দেখে মনটা জুড়িয়ে যায়। এমন কোনো মানুষ নেই যে বাদামি লেবু খেতে পছন্দ করে না। সবার প্রিয় এই বাদামি ফল।আমার ভীষণ ভালো লাগে এই বাদামি লেবু খেতে।তাই আমি আজ আপনাদের মাঝে এই বাদামি লেবুর ফল শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, এটাই আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ হাফেজ।
ফটোগ্রাফির বিবরণ
শ্রেণিঃ ফটোগ্রাফি
ক্যামেরাঃ Tecno kf8
ফটোগ্রাফারঃ ayesha-s
লোকেশনঃ বাংলাদেশ
ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। photography ট্যাগ এর পরিবর্তে boc-photography tag ব্যবহার করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার করা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এমন পুষ্টিমান সমৃদ্ধ ফলের ফটোগ্রাফি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোটামুটি সুন্দর ও চমৎকার হয়েছে আপনার পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit