মহামায়া লেকে মাছ শিকার এবং ভ্রমণ @badshahbd

in hive-144064 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রাহমতে ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজ আপনাদের সাথে আমর মহামায়া লেকে মাছ শিকারের গল্প শেয়ার করবো।

IMG_20221007_111825.jpg

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই একে একে অলংকার বাস ষ্টেশনে ভোর ৪.৩০ মিনিটের মাঝে পৌছালাম।
আমারা মোট সাতজন ছিলাম, ১০০ টাকা করে টিকেট কেটে বাসের মাঝে বসলাম।
বাস ছাড়াতে ছাড়তে প্রায় ৫.১৫ মিনিট হয়ে গেল,বাহিরের সুন্দর ভোরের পরিবেশ দেখতে দেখতে বাস মিরসরাইয়ে দিকি শো শো শব্দ ছুটে চলছে।
বাসের মাঝে কেউ ঘুমাচ্ছে কেউ কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে লাগলো।

এর মাঝেই আমাদের বাস ঠাকুর দিঘীর পাড় বাজারের সামনে এসে থামলো, আমারা সবাই তলপি তলপা নিয়া নেমে গেলাম বাস থেকে।
আমাদের সাথে মাছ শিকারের সব উপকরন সাথে নিয়ে গিয়েছিলাম।
এই দিখে খিদায় পেটের মাঝে ইদুর দৌড়াদৌড়ি করছে।
যাক সবাই একাটি হেটেলে প্রবেশ করলাম,এর ফাকে আমি আমার কাজ শুরু করে দিলাম অর্থাৎ আমি ইউটিউবের জন্য ভ্লগ ভিডিও বানাই তাই শুট করছি আসপাশের পরিবেশ।
এর মধ্যে সবাই ফ্রেশ হয়ে পরটা ভাজি দিয়ে ভুরি ভোজন করে রওনা দিলাম।

IMG_20221007_163134.jpg

রাস্তা পার হয়ে ওপারে হেটে আমারা পৌছালমা সি এন জি ষ্টেশনে,লোকাল জন প্রতি ১৫ টাকা করে সিএনজি যাগে পৌছালাম সেই মহামায়া লেকের মুল ফটকে।

এর মাঝে মহামায়া সম্পর্কে জানিয়ে রাখি,

মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হৃদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ১১ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের স্বচ্ছ টলটলে পানি আর পাহাড়ের মিতালী ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ্য সুন্দর প্রকৃতিক ঝর্ণা রয়েছে।

IMG_20221007_163134.jpg

IMG_20221007_163110.jpg

বোটে চড়ে লেকে ঘুরার পাশাপাশি চাইলে
পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা তাছাড়া তাবুতে রাতে ক্যাম্পিং করে তাবুবাস করে থাকতেও পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে মহামায়া লেকটি। আছে এখানে পিকনিক স্পট। লেকে মাছ শিকারও করতে পারবেন।

আমারা যেহেতু ফিশিং করতেই আসা তাই সকাল সকাল চলে আসলাম। ফটকে এসেই দেখি গেইট আর টিকেট কাউন্টার খুলে নাই,তবে আমাদের সাথে আগেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ থাকাই আমারা বিকল্প পথ দিয়েই ভেতরে প্রবেশ করলা।
কারো কাঁধে ব্যগ বস্তা পানির ঝার আর বর্শি হাসি ঠাট্টা দুষ্টামি করতে করতে পথ চলতে লাগলাম।

পনের মিনট হাটার পর আমরা লেকের ধারেই পৌছালাম।
কৈউ এদিকে লোকেশন খোঁজেতে লাগলো কেউ ছবি তোলাতে ব্যস্ত হয়ে গেল আমি ভ্লগিং ভিডিও শুরু করে দিলাম।
ফিশিং এর জন্য প্লেস পছন্দ করলো লেকের মাঝখানে একটি টিলাতে,চারিদিকে লেকের টলটলে স্বচ্ছ পানি মাখখানে দ্বিপের মতই।

ফিশিং করার ফি ১৫০০ টাকা পে করে ( এখনে একটা ছোট বোট ব্যবহারের জন্য আর আসা যাওয়া বোট ভাড়া অন্তর্ভুক্ত)
সবাই বোটে বসে প্রকৃতির মনোরম পরবেশ দখতে দেখতে টিলাতে মাঝি আামদের নামিয়ে দিয়ে চলে গেল।

শুরু হয়ে গেল মাছ শিকারের প্রস্তুতি কেউ মাছের ছারা (খাদ্য) তৈরিতে সময় দিতে লাগলো কেউ চিপে বর্শি সেটিংস নিয়া ব্যস্ত,
আমি রাহাত আর জুবায়েদ ছোট বোট নিয়া লেকের মাঝে মছের খাদ্য ছিটাতে লাগলাম,
সে একা ভালো লাগা কাজ করছিলো
আগে কখনো নৌকা বাইনিতো।
লেকে অনেক ঘুরাঘুরি করে পাড়ে এসে
লেগে গেলাম রান্নার আয়জনে।

IMG_20221007_111744.jpg

কেউ মাছ শিকারে বসে পরলো আর রান্নার দায়িত্ব ছিলো জুবায়েদের সাথে আমি ও রাহাত।

সেই আবার আমরা বোট নিয়ে ও পারে গেলাম বাজার করতে,ঠাকুর দিঘীর বাজারে,বাজার করে সবার জন্য হালকা নাস্তা নিয়ে আমারা আবার ছুটলাম ফিশিং স্পষ্টে।

এর মাঝেই বড় বড় তিনটা নাইলেটিকা মাছ শিকার করে ফেলছে বাকিরা,
জুবায়েদ রান্না শরু করে দিলো।

সবাই হাসি ঠাট্টা আনন্দের মধ্যে সময় অতিবাহিত করতে লাগলাম,
কেউ নৌকা নিয়ে লেক ভ্রমণ করছে কেউ লেকের পানিতে নিজের শরীরকে ভিজিয়ে নিচ্ছে,
এর মাঝে খাবার রেডি হয়ে গেলো,সবাই খেয়েদেয়ে নিলাম।
এরমাঝেই মাছ আরো চারটা ধরা হয়ে গেলো মোট সাতটা।
দুপুর একটার পর থেকে মাছের আর কনো দেখা নাই তাই সিদ্ধান্ত নিলাম শিকার সমাপ্ত করবো,
সব কিছু ঘুছিয়ে নিয়ে বোট আসার অপেক্ষায় থাকলাম,
সময় যখন হাতে ছিলো তাই প্রাকৃতিক ঝর্না টাও দেখে আসলাম
এ ভাবে ঐ দিনের মহামায়া লেকে মাছ শিকার আর আনন্দ ভ্রমনটা শেষ হলো।

IMG_20221007_145319.jpg

IMG_20221007_163110.jpg

IMG_20221007_145327.jpg

আশা করি ভালো লাগলো,
ধন্যবাদ।

https://steemit.com/hive-172186/@badshahbd/achievement-1-this-is-badshahbd-my-first-introduction-post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @badshahbd

Follow these steps to get yourself verified in the community.

  • Subscribe to the community
  • Cast your witness vote for bangla.witness guidelines
  • Create a detailed introduction post in the community about yourself.

Make sure you add a verification picture in your introduction post

What is Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

It's an automated message, If you already created an introduction post then you can ignore it. Thank You