এটি আমার প্রথম পোস্ট;আমার পরিচিতি@bakul1

in hive-144064 •  2 years ago 

আসসালামু আলাইকুম ,
ছাত্র জীবন শেষ করে অবসর সময় কাটাচ্ছিলাম । এ সময় চাকরি প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করতাম ।এমন সময় ইউটিউবে দেখতে পেলাম Steemit সম্পর্কিত একটি ভিডিও । ভিডিওটি দেখে আমার অনেক ভালো লাগে এবং জানার কৌতুহলটা আরো বেড়ে যায় । আমার মনে পড়ে ছাত্র অবস্থায় স্কুল ম্যাগাজিনে লেখালেখি করতাম এবং সেই দক্ষতাকে আজ Steemit মাধ্যমে বাস্তব রূপ দিতে চাই ।

এবার আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই....

আমি গ্রামের একজন সহজ সরল ছেলে। আমার জীবন ততটা উন্নত ছিল না। আমার বাবা ছিলেন গ্রামের একজন খেটে খাওয়া মানুষ এবং এই কৃষকের ঘরে আমার জন্ম হয়েছিল ৩১ ডিসেম্বর ১৯৯০ সালে । তাই আমি অতি সাধারণ জীবন যাপন এর মধ্য দিয়ে বড় হয়েছি । আমি আমার নিজের পরিচিত টা নিচে তুলে ধরলাম ।

াই.jpg

আমার পরিচিতি
আমি মো: শাহ্ মাকদুম বকুল। আমার স্টিমিটের ইউজার নেম হলো । আমরা বাবার নাম মো: আব্দুল হামিদ শেখ এবং মাতার নাম,মোছা: সায়েরা বিবি। আমরা ছয় ভাই , তিন বোন । আমি আমার পরিবারের নবম সন্তান । আমার বাবা ২০১০ সালের ১০ই ফেব্রুয়ারী অজানার দেশে পারি জমান এবং আমার মাও ২০১০ সালের ১৬ই এপ্রিল পরলোকে গমন করেন।আমাদের পরিবারে আমি ও আমার সকল ভাই একত্রে বসবাস করছি। ২০১৮ সালে আমার মেজ বোনকে হারিয়েছি ।

_DSC0057.JPG

শিক্ষা জীবন
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিনে সরকারি আযিযুল কলেজ হতে রসায়নে ২০১৩ সালে স্নাতকোত্তর এবং ২০১২ সালে স্নাতোক ডিগ্রী অর্জন করি। আমি বিজ্ঞান বিভাগ হতে এইচ এস সি পাশ করি ২০০৮ সালে ও এসএসসি পাশ করি ২০০৬ সালে। আমার শিক্ষা জীবনের শুরু হয় আমাদের গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে।

IMG_6048.JPG

গ্রাম পরিচিতি
আমি বাংলাদেশের বগুড়া জেলার স্থানীয় বাসিন্দা । আমার বাড়ি হল বগুড়া জেলার অন্তর্গত আদমদীঘি উপজেলার সাঁওইল গ্রামে । আমাদের নিজস্ব বাড়ি রয়েছে, যেটি আমার বাবা প্রতিষ্ঠিত করেছেন । আমাদের গ্রামে একটি বাজার রয়েছে।এই বাজারটি সপ্তাহে রবিবার ও বুধবার বসে। শীতকালে শীতের গরম কাপড় (যেমন চাদর, মাফলার, কম্বল, মোজা) ইত্যাদির জন্য বাজারটি বিখ্যাত। আমাদের গ্রামসহ আশে পাশের আরো অনেক গ্রামে রয়েছে তাঁত পল্লী। তাঁত পল্লীর তাঁতীরা শীতের গরম কাপড়গলো নিজ হাতে তৈরি করেন।

_DSC0028.JPG

আমার স্বপ্ন
প্রতিটি মানুষের মনের লুকিয়ে থাকে একটি স্বপ্ন। সেটা হল সে একদিন জীবনে অনেক উন্নতি করবে কিন্তু বাস্তবতা অনেক কঠিন। জীবনে এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়। যার ফলে অনেকের স্বপ্ন সত্য হয় আবার অনেকের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক উন্নত জীবনযাপন করে। আমার জীবনেও একটি স্বপ্ন ছিল যে পড়াশুনা শেষ করে সরকারি চাকরির মাধ্যমিক জীবনকে উন্নত করা। লেখা পড়ার পাশাপাশি জীবনকে উন্নত করতে যে জিনিসটির প্রয়োজন হয় তার নাম হলো টাকা। বর্তমান সময়ে টাকা ছাড়া উন্নতি লাভ করা যায় না । আর আমার জীবনকে উন্নত করতে যে টাকার প্রয়োজন । এই টাকাগুলো আমি উপার্জন করতে চাই সৎ ও হালাল পথে।

IMG_6099.JPG

আমি বিশেষ করে বাস্তববাদী লেখা পড়তে পছন্দ করি । যে সকল পোস্টগুলোতে মানুষের ক্রিয়েটিভ রাইটিং রয়েছে আমি সেগুলো পড়তে পছন্দ করি । স্টিমিটে আমি আমার রাইটিং অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চাই । আমি চাই এখানে অন্যদের মত আমার লেখা শেয়ার করতে ।
IMG_20210318_181701.jpg

যখন আমি প্রথম পোস্ট দিয়েছিলাম তখন আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আমার প্রথম পোস্টটি ভেরিফাইড হবে। কিন্তু অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমার প্রথম পোস্টটি Steemit কর্তৃপক্ষ ভেরিফাইড করে দিয়েছে । আমার প্রথম পোষ্টের লিংক হল
https://steemit.com/hive-172186/@bakul1/achievement-1-my-first-post-bakul1

আমার এই পোস্টটি সময় ব্যয় করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ । পরবর্তীতে আবার কোন লেখার নিয়ে দেখা হবে।

ধন্যবাদ
মো: শাহ্ মাকদুম বকুল

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @bakul1

Follow these steps to get yourself verified in the community.

  • Subscribe to the community
  • Cast your witness vote for bangla.witness guidelines
  • Create a detailed introduction post in the community about yourself.

Make sure you add a verification picture in your introduction post

What is Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

It's an automated message, If you already created an introduction post then you can ignore it. Thank You