হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে ভেন্ডিং ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ভেন্ডিং ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। ভেন্ডিং সবজি খেতে যেমন মজা লাগে তেমনি ফুলগুলো সুন্দর্য আছে। শীতকাল আসলে ভেন্ডিং গাছ রোপন করে। আর গরম পড়লে এই গাছগুলোর মধ্যে সবজি ধরে। অনেকে বলে যত বেশি গরম পড়ে তত বেশি সবজি ধরে ভেন্ডি গাছের মধ্যে। আর আমাদের গ্রাম অঞ্চলে ভেন্ডিং গাছ কম বেশি দেখা যায়। ভেন্ডিং ভাজি করলে এবং রান্না করলে খেতে বেশ মজা হয়। তবে ভেন্ডি ফুলের পাপড়ি গুলো বড় দেখতে কিন্তু চমৎকার। যদিও এই ফুলগুলো যখন ফুটে ২/১দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আর ফসলের মাঠে এই ফুলগুলো দেখতে অন্যরকম লাগে। ঈদের সময় আমি আমার পরিবারের সবার সাথে ঘুরতে বাইর হলাম। যদিও মাঝেমধ্যে গুরাগুরি করার চেষ্টা করি। তখন রাস্তার পাশে একটি সবজি বাগান দেখতে পেলাম। ওইখানে ভেন্ডিং চাষ করা হয়েছে। এবং ওই জায়গা থেকে আমি ভেন্ডিং ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ভেন্ডিং ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে ভেন্ডিং ফুলের ফটোগ্রাফি দেখে মোটামুটি আপনাদের ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
https://x.com/bdwomen2/status/1909646987328475510?t=mKYqIWPKG-K4P_otchcNzA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit