পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি|| 10% beneficiary @beautycreativity

in hive-144064 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। কয়েকদিন ধরে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সবার ফটোগ্রাফি করতে দেখে আমার নিজেরও ভীষণ আগ্রহ হয়েছে। এখন আমি কোথাও গেলে কিংবা ঘর থেকে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করলাম আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আমার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলে বেশি ভালই লাগে। আমি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার খুব ভালো লাগবে।

IMG-20230227-WA0003.jpg

আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর করে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করব। পিটুনিয়া ফুল অনেক কালারের আছে। তবে সব কালারের পিটুনিয়া ফুল আমার কাছে অনেক ভালো লাগে। পিটুনিয়া ফুলের গাছগুলো টপের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগে। এবং গাছগুলোর মধ্যে ফুলও অনেক বেশি থাকে। এবং এই পিটুনিয়া ফুল গাছগুলো বেশি দিন টিকেনা। অনেকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে সুইচগেট নামে একটি জায়গা ঘুরতে গিয়েছিলাম। জায়গাটি আমার হাজবেন্ডের বাড়ির পাশে। এখানে অনেক দূর থেকে মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। আমি যখন আমার হাজবেন্ডের সাথে ঘুরতে গেলাম সুইচগেটে। আসার সময় একটি নার্সারি বাগানে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম। ওখান থেকে আমি এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আমার এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20230227-WA0004.jpg

IMG-20230227-WA0002.jpg

IMG-20230227-WA0001.jpg

IMG-20230227-WA0000.jpg

https://w3w.co/edgier.henna.washed


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWo...xVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7rxQmPrgsaidU8vuBFtBs3xALA1CeVMSuoJvH9jBe1vBTGM7Jdi8hZqjc7ACVe9gifx8cRJZBRxp1hzRxHyfz4TnBUS.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This pituniya flower is wonderful flowers.

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

আপনি অনেক সুন্দর করে পিটুরিয়া ফুলের ফটোকপি করেছেন। পিটুনিয়া ফুল আমার কাছে অনেক ভালো লাগে। চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

This flower is so amazing with variety of colours and different patterns. I think it is best for the ornamental purpose for roof,terrace and balcony

আপনার উৎসাহমূলক কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো।

Thanks for your kind words.

পিটুনিয়া ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু আপনি। কিছুদিন আগে আমিও এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম । যদিও সেই ফটোগ্রাফি গুলো এখনো শেয়ার করা হয়নি।

কিছুদিন আগে আপনিও এই ফুলের ফটোগ্রাফি করেছেন শুনে অনেক ভালো লাগলো।