আমার আর তোমার পথ চলা শুরু হয়েছে
রাতের ক্লান্তি নিয়ে ভোরের স্নিগ্ধ আলো মেখে।
আমরা যারা এভাবে এগিয়ে চলেছি জীবনের পথ ধরে
তারা শুধু বাঁচতে জানে লড়াইয়ের মাঝে উদ্যম জীবন নিয়ে।
আমি বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন খুঁজি
খুঁজি অন্য মানুষ অন্য বাতাবরণ ,
আমার মৃত্যুর লাল লিখন শুধু আকাঙ্ক্ষা
তোমাকে পাওয়ার ,হয়তো তুমি তখন কোথাও সংসার সাজিয়েছো
স্রোতের মুখে তুমি এসে দাঁড়িয়েছো।
অদ্ভুত ভালো লাগা নিয়ে
আমি তো সারা জীবন স্রোতের বিরুদ্ধে কাটিয়ে দিয়েছি
জীবনের অনেকটা সময়।
Source
এটাই আমার স্বভাব এ আর পাল্টানো নয় ,
আমি এভাবেই বাকিটা জীবন কাটিয়ে দেবো
তোমাকে চিন্তা করে তোমাকে একবার দেখার বাসনা নিয়ে।
সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি কখনো মনে হয়,
আমি তোমার জন্য শুধু তোমার জন্য
কোথাও একটুখানি রেখে দিয়েছি ভালোবাসা যদি জানতে পারো,
আমার কথা কোনোভাবে যদি কোনো কারণে জানতে পারো
আমাকে হঠাৎ বিশ্বাস করো ,
আমার সে ভালোবাসা টুকু শুধু তোমার জন্য রাখা আছে ,
স্নিগ্ধ ভোরে সবটুকু আলো
গায়ে মেখে তুমি আমার ভালোবাসা গ্রহণ করো।
হয়তো সেদিন আমি থাকবোনা আমার অস্তিত্ব জুড়ে
শুধুই শূন্যতা তবে আমি এটুকু জানবো
আমার ভালোবাসা সঠিক স্থান পেল।
Delegate to
@beautycreativity
100 | 500 | 1000 |
---|
শুরুটা নিয়ে এর আগে আমি কোন মন্তব্য করি নাই, তবে আজ করলাম. দারুন শুরু হয়েছে আজ শুধু ছন্দ না কথার গভীরতাও ব্যাপক। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বদা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সংগতিপূর্ণ কমেন্ট করেন আপনি ।আশা করি ভবিষ্যতে এভাবে পাশে পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতার কথা-ছন্দ-ভাবার্থ বরাবরের মতোই গভীর এবং অর্থপূর্ণ হয়। এবারও এর ব্যাতিক্রম হয় নি। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit