আজ - শনিবার
২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ১১, ২০২৪ খ্রিষ্টাব্দ
🌺 চলুন শুরু করি 🌺
হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন |
যাইহোক আজকে বন্ধুরা আপনাদের মাঝে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। গতকালকে গিয়েছিলাম আমি একটু বাজারে দিকে যেখানে গিয়ে একটু বাজার সদাই করলাম। আসলে আমাদের হোস্টেল কিছুদিন হল বন্ধ রয়েছে যার কারণে বাইরে থেকে এখন সবকিছু ক্রয় করে খাওয়া লাগতেছে । আমি যদিও তিন বেলায় হোস্টেলে খাই তবে পুজোর ছুটির কারণে হোস্টেলের সবাই বাড়িতে গেছে কিন্তু আমাদের সামনে ২০ তারিখে এক্সাম রয়েছে যার কারণে আমি আর বাড়িতে যায়নি কারণ বাড়িতে গেলে পড়াশোনা একেবারেই হয় না। যার কারণে এখন হোস্টেলে আছি তবে খাওয়া-দাওয়া একটু সমস্যা হচ্ছে ওই জন্য গতকাল বিকেলের দিকে বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে গিয়ে কিছু রেনডম ফটোগ্রাফি করেছি ভাবলাম আজকে এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমি তো এমনিতেই ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি এবং ফটোগ্রাফি করার পরে যখন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদের মূল্যবান মতামত গুলো পড়ি তখন তো আরো বেশি ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ সত্য আমার ফটোগ্রাফি গুলো এবার মনে হয় সার্থকতা পেয়েছে।
আজকে আমি ঠিক তেমনি কিছু বাজারের ফটোগ্রাফি এবং হাইওয়ে রাস্তার ফটোগ্রাফি সেই সাথে কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্সের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আশা করি আপনারা আজকের ফটোগ্রাফি গুলো শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আমার সাথেই থাকবেন। তবে চলুন দেখে আসি আজকে আমি কি কি ফটোগ্রাফি করলাম..।
photography 01
|
photography 02
|
photography 03
|
photography 04
photography 05
photography 06
ব্লগার | @emonv |
ডিভাইস | Tecno camon 20 pro |
এডিট | by Snapseed |
শ্রেণী | ফটোগ্রাফি |
🔚 সমাপ্তি
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
|
---|
|
---|
|
---|
|
---|
|
---|
|
---|
https://x.com/emonv12694/status/1844974910474518644?t=tpuFeEKRaqxIYvAcyBm_DA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি গুলো আমি সবসময় দেখে থাকি। আমার কাছে বেস্ট ফটোগ্রাফি মনে হয়। আপনার এই ফটোগ্রাফি গুলো আজকেও কিন্তু দারুন ফটোগ্রাফি করলেন। এভাবে পরবর্তীতেও ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চমৎকার ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কারণ আমার কাছে এই ধরনের ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর লাগে। আপনি যেভাবে ফটোগ্রাফি করলেন দেখতে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit