ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
শুভ রাত্রি #boc পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আসলে ফটোগ্রাফী ইদানিং অনেকটাই নেশার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যাই চেষ্টা করি বেশ কিছু ছবি সংগ্রহে রাখার।
আসলে আমার পরিবার অসুস্থ থাকায় বেশ দূরে অবস্থান করছে। তাই খাবার দাবার তৈরির ব্যাপারে বেশ ঝামেলায় রয়েছি।
সত্যি বলতে কয়েকদিন থেকে কাজের চাপ কম থাকায় তেমন একটা বাইরে যাওয়া হয়নি কদিন। আর মাছ বাজারে যাওয়ার তো প্রশ্নই আসে না। আজ বিকেলের দিকে হঠাৎ ইচ্ছে হলো মাছ বাজার থেকে ঘুরে আসি। তবে মাছ কেনার তেমন ইচ্ছে ছিল না।
প্রথমেই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ ক্ষতিকর মাছ। এগুলো পিরানহা মাছ এবং শরীরের জন্য বেশ খারাপ। মানুষ কিছু পয়সার জন্য এগুলো বিক্রি করে থাকে। এগুলো বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ হলেও কিছু মাছ বিক্রেতা অবাধে বিক্রি করে চলেছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এরপর আমার পছন্দের মাছগুলো দেখতে পাই। আমি রুই মাছ ভীষণ পছন্দ করি। এর পাশাপাশি সরপুটি মাছ খেতেও বেশ ভালো লাগে। মাছগুলো দেখতে একদম তরতাজা দেখাচ্ছিল।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এরপর পাঙ্গাশ আর ইলিশ মাছ দেখতে পেলাম। পাঙ্গাশ মাছ আমি পছন্দ করলেও এখন তেমন খাইনা, কারন আমার পরিবার এটা পছন্দ করে না। আর ইলিশ মাছ খেতে ভালো লাগলেও এগুলোর দাম এখন হাতের নাগালের বাইরে। যাইহোক রুই মাছ কিনেছিলাম কেজি খানেক নিজের জন্য কারন পরিবার নেই এখন আপাতত। যাইহোক আশাকরি আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন আশাকরি ভালো লেগেছে। শুভ রাত্রি।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ অনেকগুলো মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি মাছের ফটোগ্রাফির বেশ দারুণ হয়েছে। ঠিক বলেছেন ভাই ফটোগ্রাফি সত্যি নেশার মতো হয়ে গেছে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে রুই মাছের ফটোগ্রাফি। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit