IMAGE SOURCE
আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি২০ ম্যাচ খেলা হলো। বাংলাদেশ এর সাথে অস্ট্রেলিয়ার খেলা একেবারে বলতে গেলে হয়না। অনেক বছর বাদে অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো তাদের। কিছুদিন আগে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছ থেকে সবকয়টি সিরিজ জয় করে দেশে ফিরেছিল এবং তার মধ্যেই অস্ট্রেলিয়ার সাথে তাদের খেলা ঘোষণা করে দেয় বোর্ড থেকে।
অস্ট্রেলিয়াও ওয়েস্টইন্ডিজ এর সাথে খেলেছে কিছুদিন আগে। অস্ট্রেলিয়ার সাথে এই টি২০ ম্যাচে বলতে গেলে বাংলাদেশের অনেক প্লেয়ারই খেলছে না। যাইহোক, খেলার মূল পয়েন্টে ফিরে আশা যাক।
খেলাটি বাংলাদেশের মাঠে ঢাকায় খেলা হয়েছে। খেলাটি সন্ধ্যা ৫:৩০ টায় শুরু হয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশের হয়ে অধিনায়কের পদে আছেন মাহমুদুল্লাহ এবং অস্ট্রেলিয়ার দিক থেকে আছেন ওয়েড। টসের পরে সময় মতো বাংলাদেশ প্রথমে ওপেনে ব্যাট করার জন্য চলে আসে।
বাংলাদেশের আজকে সৌম্য সরকার এবং নাঈম ব্যাট করতে এসেছিলো। এখানে যেহেতু তামিম খেলে কিন্তু তার পায়ে চোট এর কারণে রেস্টে আছে। যাইহোক নাঈম প্রথমে শুরুটা ভালো করলেও সৌম্য ভালো খেলতে পারেনি, সে ৯ বলের মাথায় বোল্ড আউট হয়ে যায় ফলে তাকে নিরাশ হয়ে মাঠের বাইরে চলে যেতে হয়।
এরপর নাঈম এর সাথে শাকিব পার্টনারশীপ জুটি বাধে ভালো। তার দুইজন বেশ কিছুক্ষন ভালোই খেললো কিন্তু শাকিবও বোল্ড আউট হয়ে যায় ৩৬ রান করে। তারপরে মোটামুটি আর তেমন কেউ ভালো খেলতে পারেনি। তাদের খেলা দেখে কিছুক্ষনের জন্য হলেও মনে হচ্ছিলো যেন অস্ট্রেলিয়ার সাথে গো হারা হারবে।
বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে দলগত ১৩১ রান তুলতে সক্ষম হয়। আর এই রান দেখে নিঃসন্দেহে ভাবা যায় যে অস্ট্রেলিয়ার কাছে এই রান কিছুই না। যাইহোক এই রানের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে পড়ে কিন্তু তাদের ওপেনিং হাল অত্যন্ত খারাপ ছিল। একজন তো প্রথম বলেই বোল্ড আউট হয়ে গেলো এবং আরেকজন ৫ বল খেলে আউট হয়ে যায়।
একমাত্র মার্শ ৪৫ রানের ভালো খেলা খেলেছে বাকি সব নড়বড়ে। তাদের খেলা দেখে বাংলাদেশ একপ্রকার আনন্দে আত্মহারা হয়ে গেছিলো। অস্ট্রেলিয়া শেষপর্যন্ত ১০৮ রান করে অলআউট হয়ে গেলো। ফলে বাংলাদেশ প্রথম দিনেই একটা বড়ো জয়ের সফলতা অর্জন করলো। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের এই জয় একপ্রকার স্বপ্নের মতো হয়েছে।
ধন্যবাদ:))