একটা ভ্যালির মধ্যিখানে শুয়ে আছি
চারিদিকে সবুজের হরেক রকম মেলা
কয়েকটি ঘাসফুল আমার পায় ছুঁয়ে দেয়
মাথায় আদর দিয়ে যায় রোদ।
অনেক ময়দান পেরিয়ে
আজকে আমি শুয়ে আছি অপেক্ষায়
মৃত্যু নাকি আবার বাঁচার ইচ্ছায়
কথা গুলো এলোমেলা নিঃস্তব্ধতায়।
বাঁচার কি দায় আমাদের ?
আমরা তো মরতে চাই
তবুও মরণ আসে না ,
নিয়মের বাধ্যবাধকতায়।