My poetry : আমার কোনো জাত নেই

in hive-144064 •  3 years ago 

প্রচুর প্রজাপতি নিয়ে ঘুরছি
আমি দুয়ারে দুয়ারে ,
আমি খুব ক্লান্ত ক্ষুধার্ত
আমার কথা কেউ শুনুক ,
আমি একজন প্রজাপতি বিক্রেতা।
অন্যের স্বাধীনতা খর্ব করে
চলে আমার পেট ভরানোর লড়াই
কেউ আমাকে রাক্ষস বলে ,
কেউ বলে প্রকৃতির শত্রু ।
আমি কোনো প্রতিবাদ করি না
আমার লড়াই দুমুঠো ভাতের
আমার কোনো জাত নেই
নেই মান কিংবা অপমানবোধ ,
আমি শুধু কিছু খাবার চাই ,
নিজেকে বাঁচিয়ে রাখার মতো ।
image.png

photocredit
আমার এই পাপের বোঝা
কমবে যদি তুমি ও
বন্ধ করো পাপকর্ম ।
তোমাদের মুখোশের আড়ালে
ওই দানবেরা আমার এই
করুন পরিণতির কারণ ।


THANK YOU


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Beautiful Words, 💖 just translated it into English 🙂

Those monsters
behind your masks
are the cause of my consequences.

thanks for your great compliments.

খুবই সুন্দর একটি কবিতা।