Today I bring you some photography of Rangan Phule. By @k-karim

in hive-144064 •  2 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে।

আজকে আমি আপনাদের জন্য রঙ্গন ফুলে কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি। ফটোগ্রাফি গুলো দেখলে আপনাদের কাচে অনেক ভালো লাগবে। রঙ্গন ফুল দেখতে কিন্তু অনেক সন্দর।

20221111_124840_001.jpg

রঙ্গন ফুল গাছ সারা বছর ধরে বাড়ির ভেতরের টবে লাগানো যায় এবং লাল, হলুদ, সাদা, কমলা গোলাপি রঙের ফুল হয়।
গাছটির সারা বছর ধরে সবুজ পাতা থাকে।

যদিও উপযুক্ত অবস্থার রঙ্গন ফুল বাড়ির বাইরে ভালোভাবে বৃদ্ধি হয় তবে বাড়ীর ভিতরেও খুব সহজেই ফুল ফোটে। আপনাকে একটি ছােট 5 থেকে 6 ইঞ্চির টব নিতে হবে যেখানে গাছটি দুই বা তিন বছর রাখা যায়।

এর পরবর্তীকালে গাছটি একটি আট ইঞ্চি টবে স্থানান্তরিত করা যেতে পারে যেখানে গাছটি অনির্দিষ্টকালের জন্য রাখা যায়।গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ হিসাবে গাছটি সূর্যের আলাে পছন্দ করে।

যদি বাইরে রােপণ করা হয় তবে এটি এমন কোনও স্থানে রোপন করা প্রয়ােজন যেখানে প্রতিদিন কমপক্ষে কয়েক ঘন্টা সরাসরি সূর্যের আলাে থাকে।

20221111_124847.jpg

20221111_124851.jpg

20221111_124842.jpg

20221111_124853.jpg

20221111_124845.jpg

এই উদ্ভিদটি খুব বেশি গরম আবহাওয়া সহ্য করতে পারে। যদি গাছটি পর্যাপ্ত সূর্যের আলাে না পায় তবে আপনি ফুলের আকার ছোট হতে দেখতে পারবেন।

একইভাবে খুব বেশি সূর্যের তাপে ফুলগুলি ঝরে পড়তে পারে।প্রত্যক্ষ সূর্যের আলাে এবং আংশিক ছায়া উভয় ভারসাম্য রক্ষা করতে পারলে ভালো হয়।

গাছটি এমন একটি স্থানে রাখুন যেখানে এটি কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা সরাসরি পূর্ণ সূর্যের আলাে পেতে পারে। সূর্যালােক তাদের বৃদ্ধি এবং ফুল ফোটায়।

আশা করি আমার মন্তব্য এবং আমার ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার মন্তব্য আপনাদের কাছে ভালো লাগে। তাহলে আপনার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই গিয়ে আবারো ধন্যবাদ।

বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-52
ফটোগ্রাফার@k-karim

IMG-20221230-WA0000.jpg

আমার নাম ক@k-karim
আমার বয়স 15 বছর। আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে। আমি আমার পিতামাতার বড় ছেলে। আমার বাবা সেবাদাতা এবং আমার মা গৃহিণী।আমি ক্লাস নাইনে পড়ি এবং পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখি।আসলে আমি জানি যে এই প্ল্যাটফর্মটি সৃজনশীল এবং ভাল কাজের মূল্য দেয়, সে জন্য আমি আমার সৃজনশীল কাজ ভাগ করব।

কষ্ট করে যারা আমার পোস্টটি পড়েছেন, সবাইকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

আমার পোস্টটি দেখার জন্য অমেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

Very beautiful flowers photography you shared with us. Thanks for sharing.

এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

Thank you for sharing such beautiful flower photography. I really like your flower photography.