Sharing with you some beautiful photography of rose flowers. By @k-karim

in hive-144064 •  2 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন. আমিও ভাল আছি আল্লাহর রহমতে.

PhotoEditor_20221012112357418.jpg

আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে।

এই ফুলগুলো সাধারণত অনেক সাইট এবং অনেক ভালোবাসা দিয়ে জড়িত এই ফুলগুলো। আমাদের জাতীয় ফুল শাপলা হলেও সাধারণত সবাই ভালোবাসার প্রথম শুরুতে যে ফুলগুলো দেয়া হয় সেটাই হলো এক নাম গোলাপ।

IMG-20221011-WA0055.jpg

IMG-20221011-WA0066.jpg

IMG-20221011-WA0060.jpg

IMG-20221011-WA0059.jpg

IMG-20221011-WA0058.jpg

IMG-20221011-WA0054.jpg

IMG-20221011-WA0056.jpg

IMG-20221011-WA0045.jpg

IMG-20221011-WA0043.jpg

গোলাপ ফুল এমন একটা জিনিস যে কোন অনুষ্ঠানে যাওয়ার সময় গোলাপ ফুল নেওয়া যায়। এবং কি এখন নতুন বছরের শুভেচ্ছা সময় গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সব সময় এমন একটা জিনিস যে কোন কাজে ব্যবহার হয় এবং যে কোন কাজে ব্যবহার হয়ে থাকে। গোলাপ ফুল সাধারণত সকল মানুষ পছন্দ করেন। গোলাপ ফুল গুলো দেখতে অনেক সুন্দর।

এই দ্রব্যগুলো প্রথমে গাছ বড় হয় তারপর আস্তে আস্তে করে ফুলের কলি বের হয়। তারপরে আস্তে আস্তে সুন্দর করে গোলাপ ফুল গুলো বড় হয়।

কত এসএমএস শহীদ এই ফুলগুলো বার হয়ে থাকে আমি জানি সাধারণত সব স্নেহ শহীদ বড় হয়। কিন্তু এই গোলাপ ফুলের ব্যাপারটাই আলাদা। অন্য ফুলের ভিতর পানি দেওয়াটাই মনে থাকে না।

আর যদি হঠাৎ করে মনে উঠে তাহলে সাপ্তাহিক 1 বা2 দিন দেওয়া হয় আর। গোলাপ ফুলের ব্যাপারটাই আলাদা সকালে একবার পানি দেওয়া হয় বিকেলে একবার পানি দেওয়া হয়।

আবার গিয়ে গোলাপ ফুলের কাছ থেকে দেখা হয় কোন সময় আমার গোলাপ ফুলের গোলাপ ফুল ধরেছে। কত সময় ধরে দেখার পর ধাক্কা বড় হয় ভুল ধরে করে পড়া।

তারপর ফুলগুলো বড় হয় দূরত্বে কোন সমাজে গাছের ভিতর। আবার ফুলটা মরে সুন্দর করে তবে আবার পড়ে থাকে।

এটাই হলো গোলাপ ফুলের মিন রহস্য গোলাপ ফুল এমন একটা জিনিস আছে পৃথিবীর সবাই গোলাপ ফুলকে পছন্দ করেন।

আশা করি আমার পোস্টটি আপনাদের আজ অনেক ভালো লাগে এবং আমার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই গিয়ে আবারো ধন্যবাদ।

বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-52
ফটোগ্রাফার@k-karim

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y896vzzaBGUKvU7NJJgp8M8gJYeH6bKz6k73Ah2mME98J8BPJexgDuiV23iycQr8KRJCtTqzJmqKJZwBX77iKonA9KK8S.jpeg

আমার নাম ক@k-karim
আমার বয়স 15 বছর। আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে। আমি আমার পিতামাতার বড় ছেলে। আমার বাবা সেবাদাতা এবং আমার মা গৃহিণী।আমি ক্লাস নাইনে পড়ি এবং পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখি।আসলে আমি জানি যে এই প্ল্যাটফর্মটি সৃজনশীল এবং ভাল কাজের মূল্য দেয়, সে জন্য আমি আমার সৃজনশীল কাজ ভাগ করব।

কষ্ট করে যারা আমার পোস্টটি পড়েছেন, সবাইকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

সাপোর্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

image.png

এভাবে সাপোর্ট করে পাশে থাকেন। আপনারা সাপোর্ট করলে আমার কাছে অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আজকালকার দিনে গোলাপ পছন্দ করো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য।

আপনি এত অল্প বয়সে steemit এ কাজ করছেন, জেনে অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এভাবেই সামনে এগিয়ে যান। শুভকামনা রইল।

আপনি খুব সুন্দর একটা মন্তব্য দিয়েছেন। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার মন্তব্য। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

এত অল্প বয়সে আপনার তোলা ছবি ও ফুলের বর্ণনা দেখে আসলেই আমি মুগ্ধ। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Wow. This art is looking awesome. You captured this with many steps. Thanks for sharing this.

আপনার মন্তব্য আমার কাছে খুবই ভালো লেগেছ। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য দেয়ার জন্য।

Beautyful photography dear.best wishes for your good work on steemit.

অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো খুবই দারুণ হয়েছে। ফুলগুলো দেখতে সত্যি কারের ফুলের মত দেখাচ্ছে। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।

আপনার মন্তব্য আমার কাছে খুবই ভালো লাগলো। আরে এই ফুলগুলো সত্তিকারের ফুল। অনেক ধন্যবাদ আপনাকে।

ওয়াও খুবই চমৎকার হয়েছে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো।

অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।