Some nice photography of tomato flowers. By @k-karim

in hive-144064 •  2 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে।

আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশাকরি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগবে।

20230208_130700.jpg

আজকে আমি আপনাদের জন্য টমেটো ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। টমেটো ফুল দেখতে কিন্তু অনেক ছোট এমন দেখতে অনেক সুন্দর।

আশাকরি টমেটো ফুল আপনারা অবশ্যই চিনেন। ফুল গুলো দেখতে অনেক ছোট হলে ও কিন্তু ফুলগুলোর কালার হলুদ হওয়াতে দেখতে বেশ সুন্দর লাগে।

টমেটো ফুল গাছগুলো ছোট থাকতে অনেক সুন্দর দেখা যায়। ছোট থাকার থেকে এই গাছগুলো তো অনেক টমেটোর ফুল দরে। বেশি পড়লে গাছগুলো দেখতে সুন্দর লাগে।

এগুলো যখন এই গাছগুলো ছোট রোপণ করা হয়। তখন পানি দিলে সুন্দর করে গাছ গুলো বড় হয়ে যায়। বড় হওয়ার পর সুন্দর করে গাছগুলোতে ফুল ফুটে।

20230208_130712.jpg

20230208_130708.jpg

20230208_130658.jpg

20230208_130703.jpg

20230208_130648.jpg

এই ফুলগুলো থেকে সুন্দর করে ছোট ছোট টমেটো বের হয়। যখন টমেটোগুলো কাছে থাকে তখন দেখতে সুন্দর লাগে না, যখন পাকনা হয়ে যাই লাল লাল দেখা যায়,

তখন দেখতে কিন্তু অনেক দারুণ লাগে। তারপরে কৃষকেরা এই গাছ থেকে সুন্দরপুর টমেটোগুলো উঠিয়ে। তারপর বাজারে নিয়ে বিক্রি করে।

দেখতে কিন্তু কত সুন্দর যখন চাষ করা হয় দেখতে কিন্তু অনেক দারুণ লাগে। কৃষকের অনেক পরিশ্রমের ফর একটি গাছের পুত সুন্দর ফুল ধরে তারপরে কয়েকটা টমেটো ধরে।

আশা করি আমার মন্তব্যগুলো আপনার কাছে ভালো লাগবে। আর আমার ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো লাগতে পারে আপনাদের কাছে।

কষ্ট করে যারা আমার পোস্টটি পড়েছেন, সবাইকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই গিয়ে আবারো ধন্যবাদ।

বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-52
ফটোগ্রাফার@k-karim

IMG-20221230-WA0000.jpg

আমার নাম ক@k-karim
আমার বয়স 15 বছর। আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে। আমি আমার পিতামাতার বড় ছেলে। আমার বাবা সেবাদাতা এবং আমার মা গৃহিণী।আমি ক্লাস নাইনে পড়ি এবং পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখি।আসলে আমি জানি যে এই প্ল্যাটফর্মটি সৃজনশীল এবং ভাল কাজের মূল্য দেয়, সে জন্য আমি আমার সৃজনশীল কাজ ভাগ করব।

কষ্ট করে যারা আমার পোস্টটি পড়েছেন, সবাইকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

আমার পোস্ট টি দেখার জন্য অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

টমেটো ফুল দেখতে বেশ চমৎকার তো। আপনি এই ফুলটার স্পর্শ ফটোগ্রাফি করেছেন। যা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

হলুদ রঙের টমেটো গাছের ফুলটিকে দেখতে অসাধারণ মনে হচ্ছে এবং ফটোগ্রাফি গুলি অনেক সুন্দর হয়েছে ।

এই ফুলটি খুবই ছোট আকৃতির হওয়ার কারণে এর সৌন্দর্য খুবই বেশি পরিমাণে প্রকাশ পাচ্ছে। পাশাপাশি এটি হলুদ রঙের কারণে এর সৌন্দর্য আরো বেশি দেখা যাচ্ছে।

মাঝে মাঝে এত সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আজ আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। এক কথায় জাস্ট অসাধারণ।