বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেকি

in hive-144064 •  3 years ago 

![192411kalerkantho_jpg.jpg](UPLOAD FAILED)

ও বউ ধান ভানে রে, ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে
বউ নাচে, হেলিয়া দুলিয়া, ও বউ ধান ভানে রে..’। আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য ঢেঁকির এ গানটিতে ঢেঁকির সাথে গ্রামঞ্চলের নারীর সাথে মধুর সম্পর্কের চিত্রটাই তুলে ধরা হয়েছে। এ ছাড়া ঢেঁকি নিয়ে বাংলা সাহিত্যে রয়েছে ভিন্ন রকমের গান ও কবিতা। আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। শহর থেকে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পাল্টে গেছে। মাটির ঘরের পরিবর্তে উঠেছে টিন ও ইটের বাড়ি। কুঁড়েঘরের স্থান নিয়েছে দালান। মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করতে তৈরি করা হয়েছে নানা আধুনিক যন্ত্রপাতি, ব্যবহার হচ্ছে নানা রকম সব প্রযুক্তি। এসব আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে হারিয়ে যেতে বসেছে এক সময়ের গ্রাম-বাংলার ঐতিহ্য। এই আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তির আড়ালে চাপা পড়ে গেছে গ্রামের সেই ঐতিহ্যবাহী ঢেঁকি। যা আগের মতো এখন আর চোখে পড়ে না। অথচ একসময় ঢেঁকি ছিল গ্রামীণ জনপদে চাল ও চালের গুঁড়ো বা আটা তৈরি করার একমাত্র মাধ্যম। ঢেঁকির ধুপুর-ধাপুর শব্দে মুখরিত ছিল গ্রামীণ জনপদ। কিন্তু এখন ঢেঁকির সেই শব্দ আর শোনা যায় না। কাঠের ঢেঁকি এখন গ্রামীণ জনপদের বিলুপ্ত প্রায়।আমি না হয় আমার গ্রামের কথাই বলি। আমার জ্ন্ম বিংশ শতাব্দীতে। আমি যখন ছোট ছিলাম আমর মনে পরে আমাদের গ্রামে ৬ পরিবারে ঢেকি ছিল। যখন নতুন ধান উঠতো তখন বড় পাতিলের ১ পাতিল নতুন চাল রাতে ভিজিয়ে রাখতো আর পরের দিন সকালে দাদু আর আমার মা মিলে সব কাজ সেরে ঢেকিতে চাল গুড়ো করতে যেতো সাথে আমিও যেতাম। মা ঢেকিতে পার দিতো আর দাদু চাল নারতো তখন কার সময়ই ছিল অম্য রকম মজার। আমি দাদুকে বলতাম “ বু তুমি যে এহেন হাত দেও তোমার হাত ছেইচ্ছা যাইবে না “আমার দাদু আমার কথ শুনে হাসতো । সময় বেড়েছে, আমিও বড় হয়েছি আমাদের গ্রামেও আধুনিকতার ছোয়া লেগেছে। আমার দেখা সেই ঢেকি গুলা এখন আর নাই।ঢেকি রাখার সেই ছোট্ট একচালা ঘরগুলো এখন আর নাই। সময়ের বিবর্তনে আমার “ বু “ ও আমাদের সাথে নাই পরপারে চলে গেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @kairinakter
Make an introduction post in the community to get yourself labeled as Verified Member.

Make sure you add a verification picture in your introduction post

Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

It's an automated message, If you already created an introduction post then you can ignore it. Thank You

Nyce

খুব সুন্দর পোষ্ট আসলে পুরনো দিনের সেই ঐতিহ গুলো হারিয়ে যাচ্ছে গ্রাম গুলো এখন শহর হয়ে যাচ্ছে।

সত্যিই গ্রামগুলো এখন শহর হয়ে যাচ্ছে।