মা ভবতারিণী দর্শণে আমরা দক্ষিণেশ্বরে।

in hive-144064 •  4 years ago 

WhatsApp Image 2021-04-06 at 10.18.03 PM.jpeg

DeviceLocationDate
Oppo Phone cameraDakshineshwar,India06.04.2021

আজ মঙ্গলবার। গতরাতেই আমরা মনস্থির করি দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর দর্শণ নিতে যাবো।যেমন ভাবনা তেমনই কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রওনা দিলাম। হৃদয়পুর থেকে খুব বেশি দূরে না বলেই আমরা সকাল ৮টার মধ্যেই মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম।প্রথমেই মা গঙ্গার দর্শন। কি অপূর্ব! ভক্তবৃন্দ গঙ্গা স্নান সেরে নিচ্ছেন,মায়ের পূজা করবেন বলে।গঙ্গা স্নান করা আমার একটি আরাধনা বলতে পারেন।তাই মা গঙ্গাকে প্রণাম করে আমিও স্নান করতে নেমে পড়লাম।

ছোটভাই আর ভাইয়ের বউ সঙ্গে ছিল।ওদের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিয়ে চললাম ভোগ কিনতে।মনের মত ভোগ নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ।লাইন দিয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে একে একে প্রত্যেকে মায়ের পূজা করছেন।আমরাও আমাদের পূজার ডালাটা নিয়ে একটু একটু করে মায়ের দিকে এগিয়ে চলেছি।মায়ের কৃপায় খুব ভালভাবে পূজা করলাম এবং প্রসাদও নিলাম।
WhatsApp Image 2021-04-06 at 10.17.46 PM.jpeg
Original@lovely01

WhatsApp Image 2021-04-06 at 10.19.38 PM.jpeg
Original@lovely01

কলকাতার উত্তর ২৪পরগণা জেলার কামারহাটির গঙ্গা তীরে দক্ষিণেশ্বর মন্দির অবস্থিত। ১৮৫৫সালে রানী রাসমনি এ মন্দির টি প্রতিষ্ঠা করেন।এ মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়।সবচেয়ে বড় বিষয় হলো,শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরেই মায়ের সাধনা করতেন।
দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে রয়েছে ১২টি শিব মন্দির, রাধাকান্ত মন্দির।এছাড়া রানী রাসমনির গৃহদেবতা রঘুবীর, জনার্দন,নাড়ুগোপালও দক্ষিণেশ্বরে অধিষ্ঠিত।
কালের চক্রে অস্থির মনকে শান্ত করতেই আমাদের মন্দির দর্শণ,প্রার্থণা,আশীর্বাদ কামনা।
সকলের জন্য শুভকামনা রইল।
সবার মঙ্গল হোক।

WhatsApp Image 2021-04-06 at 10.19.08 PM.jpeg
Original@lovely01

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Welcome to Beauty of Creativity community.

বৌদিকে খুব অসাধারণ লাগছে। রীতিমতো আমিতো বৌদির প্রেমে পড়ে গেছি। কি অসাধারণ বৌদি আমার।

মন জুরানো ভ্রমন বিত্যান্ত