প্রকৃতির সৌন্দর্যের মাঝে হাড়িয়ে যাওয়া কিছু সময় || 10% beneficiaries @beautycreativity

in hive-144064 •  3 years ago 

আস্সালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা।
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন।

প্রকৃতির মাঝে কিছু সময় 💕

ব্যস্ততা ভড়া এই জীবনে সবসময় ঘুরতে যাওয়া হয়না। তারপরও হাজার ব্যস্ততার মাঝে যখন মনটা অনেক খারাপ থাকে তখন প্রায়ই আমার পছন্দের একটি যায়গায় ঘুরতে যাই। এখানে বিশেষ কিছু নেই, তাবে যা তাছে তা বিশেষ কিছুর চেয়ে কম নয়।

IMG_20211108_131712_292.jpg

এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা ভড়ে যায়। পৃথিবীতে যত সৌন্দর্য আছে তার সবটুকু ঘিরে আছে প্রকৃতির সৌন্দর্য সেখানে গিয়ে আমার অতিত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একটু ভাবি ভাবতে ভাবতে চোখের এককোন জমে যায় এক ফোটা জল। এই পৃথিবীটা কত বিচিত্রময় একটা যায়গা এত মানুষের ভালবাসা, প্রকৃতির এই ভালবাসা এই সব অল্প কিছু সময়ের জন্য, আসলে এই সবই তো একদিন ছেড়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে মনে পড়ে আপন সেই মানুষটির কথা, যার সাথে পাড়ি দিতে হবে জীবনের বাকিটা পথ, যাকে আমি এত ভালবাসি তাকেও ছেরে যেতে হবে একদিন। মিঝে মায়ার এই দুনিয়াটা বরই স্বার্থপর।

IMG_20211108_130722_312.jpg

জীবনে আমি কতটুকুই বা করতে পেরেছি না নিজের জন্য না অন্যর জন্য। তবে আমি চেষ্টা করি সবার জন্য ভাল কিছু করার। চাহিদার তো আর শেষ নেই, যত কিছুই করি না কেন চাহিদা সেতো কখনো কমে না শুধু বারতেই থাকে। এইসব হাজার কষ্টের মাঝেও প্রকৃতির সৌন্দর্যের মাঝে হাড়িয়ে যাই কিছু সময়ের জন্য কারন এই প্রকৃতির আমার প্রকৃত ভালবাসা যে কাউকে কখনো ধোকা দেয় না।

IMG_20211108_132421_377.jpg

অজানা লোকের ভীরে হারিয়ে যাওয়া সেই আমি একটু দৃর্ঘশ্বাস নিতে পারি এই প্রকৃতির মাঝে এসে, প্রকৃতি প্রাণের স্পন্দন। বেঁচে থাকার অনুপ্রেরণা। প্রকৃতি মানেই সবুজ। প্রকৃতি মানেই প্রান। প্রকৃতি না থাকলে মানুষ একদিন ও এই পৃথিবীতে টিকে থাকতে পারবেনা এটা চরম সত্য কথা। প্রকৃতি আছে বলেই মানব সভ্যতা এখনো টিকে আছে। তাই মানুষকে প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে বাঁচতে শেখায়। কিন্তু এই প্রকৃতি কখনো বদলে যায় না, কিন্তু কেন যেন মানুষ গুলো বদলে যায়।

IMG_20211108_125856_487.jpg

এসব ভাবতে ভাতেই দেখি সুর্যের আলোটা আর চোখে পড়ছে না, পিছনে তাকিয়ে দেখি গধুলি বেলা শেষে সূর্যের বিদায় নেওয়া সময় হয়েছে সূর্যটা এখন বিদায় নেবে। এদিকে আমিও তো আর বসে থাকতে পারি না আমাকেও বিদায় নিতে হবে, ফিরে যেতে হবে আবার সেই কর্মব্যস্ত জীবনে। বিদায় আমার প্রকৃত প্রকৃতি বন্ধু সময় পেলে ও আবার ফিরে আসব, তোমার কোলে মাথা রেখে কিছু স্মৃতি চারণ করতে।

IMG_20211108_125848_725.jpg

বন্ধুরা সময় পেলে আপনারাও ঘুরতে যাবেন প্রকৃতির প্রাণে। ❤❤❤

ধন্যবাদ সবাইকে…❤❤❤

@marouf22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসম্ভব সুন্দর হয়েছে একটা ফটোগ্রাফি গুলো। এরকম অনবদ্য পরিবেশ দেখতে আসলেই ভালো লাগে।

পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

You have done great photography and expressed your feelings among us. It was great. Good luck to you

Thank you so much for reading the whole post, and for the nice comments.

You have done great photography and expressed your feelings among us. It was great. Good luck to you

আপনি অনেক সুন্দর ও চমৎকার ভাবে প্রাকৃতিক দৃশ্যের ছবি ফটোগ্রাফি করছেন। মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য এমন হয় হারিয়ে যাওয়ার ইচ্ছা করে।

আপনি একদম সত্যি বলেছেন, প্রিয় ভাইয়া।

Impossibly beautiful village street scene photography. The photography looks very beautiful.

অনেক ধন্যবাদ।

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। লেখাটাও চমৎকার। আপনাকে একটি পারসোনাল মেসেজ দিয়েছি হোয়ট্সঅ্যাপে।

সুন্দর মন্তব্যর জন্য অনেক, ধন্যবাদ।

Beautiful

nice