একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। ভালোবাসার মানুষটির অবহেলায় কারোর জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট সত্যিকারে ভালোবাসা সেটাই যেখানে, সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে। নিজের বাড়ি যত ভালো কিংবা খারাপ হোক নিজের বাড়ির মত শান্তি কোন রাজপ্রাসাদে ও পাওয়া যায় না। তুমি নেই বলে শহরের এত মানুষের ভিড়ে নিজেকে খুব একা মনে হয় হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকার ভালোবাসে।
আগের মত সব কিছুই আছে আমিও আছি তুমিও আছো কিন্তু নেই সেই আগের মতো ভালোবাসা। কিছুর না পাওয়ার জন্য কষ্ট হয়না, কষ্ট হয় পেয়ে হারানোর জন্য। আমার কষ্টটা যদি তুমি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না। হয়তো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম শুধু তোমার জন্য। কারো অবহেলা পাওয়ার চেয়ে একা একা থাকা অনেক ভালো একা থাকা অনেক ভালো কারণ একাকীত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না ।
কিছুটা ভুল তোমার ছিল কিছুটা আমার শুধু অভিমানটা ছিল দুজনের সমান। আজ অভিমানের এই খেলায় আমরা দুজনে জিতে গেলাম। শুধু হেরে গেল আমাদের ভালবাসাটা কথা ছিল দুজনে একই পথে চলবো, কিন্তু আজ দুজন আলাদা পথের পথিক।
Thank You..❤
nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Suppar
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit