যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হল প্রকৃত ভালোবাসা। যে মানুষ যত বেশি গম্ভীর সে মানুষ তত বেশি লাগে, এবং তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন প্রেমে পড়লে বোকা-বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। যে ভালবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান, হল মেয়েদের হাসি। ভালোবাসার জন্য যার পতন হয় সে, বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয়। ভালোবাসা পাওয়ার চাইতে ভালবাসার দেওয়াতেই বেশি আনন্দ কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। যাকে সত্যিকারের ভালবাসা যায় সে অতি অপমান করলেও, আঘাত করলে, হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না।
কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না। যে, ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। যে, মন থেকে কাউকে ভালবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। ভালোবাসা ঘৃণা দুটোই মানুষের চোখের লেখাটাকে করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরত স্বভাবের মানুষের সঙ্গে প্রেম করে। যে ভালবাসা যত গোপন সেই ভালবাসা তত গভীর কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই। প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম।
Thank You...❤❤
আমাদের সকলের মধ্যেই কম বেশী আবেগ রয়েছে ।তবে আমাদের উচিত আবেগ কন্ট্রোল করা। অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে সঞ্চালন করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nyce
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit