শেষ ভালো যার সব ভালো তার

in hive-144064 •  3 years ago 

pless কেউ আমাকে ভুল বুঝবেন না। জিবন চলার পথে একে অপরের প্রতি মনমালিন্ন হতে পারে, হতে পারে ভুল বোঝা বুঝি
তাইবলে আপনি আমার প্রতি রেগে যেতে পারেন না।যদি কোন কারনে আপনার সাথে আমার মতের অমিল হয় আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন।
জানাতে পারেন আপনার সাথে কোথায় আমার মিল নেই।কথা বলে আমরা আমাদের বিভিন্ন বিষয় সমস্যা সমাধানের চেষ্টা করবো।
শুরুতেই আমরা যদি আমাদের মাঝে দুরত্ব বাড়াই তা হলে আগামি দিনে পথ চলা সবারই জন্য কঠিন হয়ে দারাবে।

IMG_20220127_173631_1.jpg
আমি আপনাদের কে অনেক ভালোবাসি সন্মান করি। আপনাদের জায়গা আমার মোনেট মনিকোঠার।
তাই বলছি,আপনারা আমার আপন জন,আর আপন জন যদি একটু কষ্ট দেয় তার যন্তনা অনেক,অনেক বেশি হয়,যা সজ্জ করার খমতা অমার নেই................
আমার সাথে যারা অন্তরঙ্গ ভাবে মিসেছে তারা আমার সম্বন্থে জানে।আমি সহজেই মানুষের সাধে মিশতে পারি না। কেকনা আমার তেমন কোন প্রাতিষ্টানিক শিক্ষা নেই। মানুষের সাথে কথা বলার ধরন ও আমি জানি না।
আমি চাচ্ছিলাম আপনাদের সাধে দুরুত্ব বজায় রেখে আপনাদের কাছে কিছু গ্যান নেয়ার। কিন্তুু আপনার তো আমাকে দুরে সরায় রাখছেন। এটা আমার জন্য কষ্টের বিষয়।
প্রতিটা মানুষের জীবনে দুঃখ নাও থাকতে পারে কিন্তু আমার দুঃখ আছে,তবে আমি মনে করি আমার দুঃখ কষ্ট টা সবার থেকে আলাদা,।
পরিশেশে একটাই কথা আমি আপনাদের মাঝে থাকতে চাই।
pless আমাকে দুরে সরায় দিয়েন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া লেখাগুলো পড়ে আমিও অনেক কষ্ট পেলাম, জীবনের চলার পথে অনেক রকম সমস্যাই আমাদেরকে মোকাবেলা করতে হয়, তাই বলে কেউ আরেকজনকে ভুল বুঝে দুরে সরিয়ে দেয়াটা আসলেই ভীষন কষ্টের। আমাদের কেউই যেন এই কাজটা না করি। সবার জন্য দোয়া রইল। আমার জন্যও আপনারা দোয়া করবেন, সবার ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ।

দুরে সরানোর প্রশ্নই ওঠে না। টিম মেট হয়ে একে অপরের সাহায্য করাটাই হচ্ছে বুদ্ধিমতির কাজ।

Thank you so mach

Thank you

kub valo laglo

Nice

ওকে ভাইয়া আপনার কথাগুলো আমার ভাল লাগল আমিও চাই আমরা সবাই মিলে এক হয়ে কাজ করতে একটা কথা হলো একের বোঝা দশের লাঠি সবাই মিলে কাজ করলে আমরা সাকসেস হব ইনশাল্লাহ্।

Thank you

Suppar