'বিসমিললাহির রাহমানির রাহিম'
🖐️হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম/আদাব।আশা করি তোমরা সবাই ভালো আছো । তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আঁট দেখে হয়তো মনে হবে, এ কি রকম আট।আসলে ছবি আর্ট করলেই যে ছবি আঁকা হয় তাই নয়।ছবির মধ্যে দেখা যায়, অনেক কিছু আবার ছবির মধ্যে দেখা যায় নানা নকশা,তাই রসুনের আঁট আমি তোমাদের দেখাবো। তাই রসুনের ছবি আট করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ।
প্রয়োজনীয় উপকরণ:
ক.আটপেপার
খ.পেনসিল
গ.রাবার
ঘ.কালো রঙের পেন্সিল এবং
ঙ.গোলাপি রঙের পেন্সিল।
↪️অংকনের পদ্ধতি↩️:
(১)প্রথম ধাপ: পেন্সিলের সাহায্যে একটি লম্বা ডাটা ও গোল চিহ্ন এঁকে নেই।
![]() |
---|
(২) দ্বিতীয় ধাপ: তারপর শিকড় ও রসুনের ফুল এঁকে নেই।
![]() |
---|
(৩) তৃতীয় ধাপ: সবশেষে কলো রংঙের পেন্সিল এবং গোলাপি রঙের পেন্সিলের সাহায্যে ছবিটিতে ভালোভাবে রং করে নেই । আর এইভাবে আমি আমার রসুনের ছবি আর্ট করার পদ্ধতি শেষ করে ফেলি।তো বন্ধুরা আজ তাহলে এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপ ভোট, কমেন্ট, রিসটিম করতে ভুলবেনা কিন্তু।
![]() |
---|
😐পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ।
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera📸 |
Location | Bangladesh |
Author | @mdtouhidul |
![]() |
---|
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার। ছবি আর্ট করতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ছবি আর্ট করার।
https://x.com/PrinceMaha50611/status/1861440885852090739?t=aw2TV7Khw-yX6jBSKQ1joA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরিব্বাস আপনি তো আর্ট করতে ভীষণ। যেমন এই আর্ট টিও চমৎকারভাবে করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit