কাবা ঘর আট ||১০% beneficiary to @beautycreativity.

in hive-144064 •  2 months ago 

'বিসমিললাহির রাহমানির রাহিম'



🤚হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম/আদাব।আশা করি তোমরা সবাই ভালো আছো । তোমাদের দোয়ায় আমিও ভালো আছি । প্রতিদিনের মতো আজ আরো একটি নতুন আঁট নিয়ে হাজির হলাম।আঁট দেখে হয়তো মনে হবে, এ কি রকম আট।আসলে ছবি আর্ট করলেই যে ছবি আঁকা হয় তা নয়। তাই আল্লাহ তায়ালার কাবার আট করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ।

IMG_20241231_195710.jpg

↪️অংকনের পদ্ধতি↩️:

(১)প্রথম ধাপ: পেন্সিলের সাহায্যে ছয়টি ডট চ
চিন্হ একে নেই।

IMG_20241231_195534.jpg

(২) দ্বিতীয় ধাপ: এরপর পেনসিলের সাহায্যে কবা ঘরের নকশা একে নেই।

IMG_20241231_195546.jpg

(৩) তৃতীয় ধাপ: সবশেষে কালো রঙের পেনসিল সাহায্য ছবিটিতে ভালো ভাবে রঙ করে নেই। আর এইভাবে আমি আমার কাবা ঘরের ছবি আট করার পদ্ধতি শেষে করে ফেলি। তো বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। আর ছবিটিতে অবশ্যই অ্যাপ ভোট কমেন্ট রিসটিম করতে ভুলবেন না কিন্তু।

IMG_20241231_195710.jpg

😐পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

BoC- line-1.png

পোস্ট বিবরণ:📝

DeviceName
AndroidWalton Primo H10
Camera16M Dual Camera📸
LocationBangladesh
Author@mdtouhidul

| Thank | You |

IMG_20240617_085238_805.jpg

লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার। ছবি আর্ট করতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ছবি আর্ট করার।

BOC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ই সহজ ও সুন্দর ভাবে আপ্নাএ ক্রিয়েটিভিটি দেখালেন। সুন্দর হয়েছে, তবে কালার করলে আরো ভালো হতো।