আসসালামু আলাইকুম , আমি মোঃ মিজানুর রহমান আরিয়ান,আমার বয়স ২৬ বছর,আমি বর্তমানে টেলিটক বাংলাদেশ L.T.D এ সুপারভাইজার পদে কর্মরত আছি। নিজের সম্পর্কে বলার আগে একটি বিষয়ে না বল্লেই নয়, আমি আমার পরিচিত এক বড় ভাই থেকে স্টিমিড সমপর্কে জানতে পারি, তার পর অনেকটা আগ্রহ থেকেই ইউটিউবে একটু খোজ করে এই বিষয়ে যানার চেষ্টা করি, অতপর যানতে পারি, কিভাবে একটা কমিউনিটিতে যোগ দিতে হয়,কিভাবে পোষ্ট করতে হয়, ইত্যাদি। আর সেই আগ্রহ থেকেই আমার প্রচেষ্টার শুরু মাত্র, আসাকরি সবার সহযোগিতার হাত ধরে অনেকটা দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
পরিচয়ঃ পৈত্রিক বসতবাড়ি - গ্রাম কালুপুর, পোস্ট অফিস-ভোলা, জেলা ভোলা। আমি S.S.C পাশ করেছি ভোলার নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে। ঢাকা-গাজিপুর আমার কাকার বাসা,সেখানে থেকেই গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করি। এর পর আর আমার পরাশোনা চালিয়ে যাওয়া সম্বব হয়নি, পারিবারিক সমস্যার কারণে সংসারের দায়িত্বগুলো কাদে নিতে হয়,বড় ছেলেদের এ বেপারগুলো খুব কমন হয়েগেছে এখন, নিজের দুঃখের গল্প না হয় অন্য এক সময় শেয়ার করব, বর্তমানে চাকুরির ক্ষেত্রে আমি ঢাকা কেরানীগঞ্জে থাকি, আমার কাজের জন্যই আমাকে এখানে থাকতে হবে। কিন্তু আমি আমার শৈশবের বেশিরভাগ সময় গ্রামে কাটিয়েছি,শৈশবের পরম আনন্দ ময় দিন গুলো এখনো খুব মনে পরে , এবং আমার শৈশবকে অনেক মিস করি। ছোট বেলা থেকেই বৈদ্যুতিক জিনিসের প্রতি খুব আগ্রহী ছিলাম আমি চেষ্টা করে অনেকে কিছু বানিয়েও ছিলাম , বড় হয়ে ইন্জিনিয়ার হওয়ার সপ্ন ছিলো . সেই আগ্রহ বেশিদূর এগোয়নি, কিন্তু এখন আমার একটা ইচ্ছা আছে। কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। সত্যি বলছি, আমি আমার ইচ্ছা পূরণ করতে চাই। আমার যত টুকু চেষ্টা চালিয়ে যাওয়া প্রয়জন আমি করব। আরেকটি বড় ইচ্ছা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। মুছে দিতে চাই সবার দুঃখ যতটা পারি করব।
দক্ষতা: আমি গ্রাফিক ডিজাইন এবং বেসিক কম্পিউটার কনসেপ্টও সম্পন্ন করেছি।এছারা,
Microsoft Word, Microsoft Excel, Microsoft Access, Microsoft PowerPoint, Adobe Photoshop C.S., Adobe Illustrator C.S., ইন্টারনেট জ্ঞান সমস্যার সমাধান এবং প্রকল্পগুলিতে আমার দক্ষতা।আমি স্টিমিটে আমার দক্ষতার যতগুলো দিক রয়েচে সবটার কাজে লাগাতে চাই, আমি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক, যেমন কাজের অভিজ্ঞতা নিয়ে লিখব। আমি ভ্রমণ করতে ভালোবাসি, কাজের ক্ষেত্রে বাংলাদেশের বেসির ভাগ স্থানই ভ্রমন করেছি সে সব কিছু শেয়ার করতে পারি এবং প্রতিদিনের কাজকর্ম, বাগান করা, পরিবারের সদস্যদের এবং নিজের যত্ন নেওয়া, রান্নার অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কে লিখতে চাই। এছাড়া, আমি আমার অবসর সময় অনলাইনে কাটাতে পছন্দ করি - আমার আগ্রহের সাথে সম্পর্কিত কাজ।
এখান থেকে আয় করে নিজের পায়ে দাঁড়াতে চাই।
পারিবারিক জীবন:
আমার বাবার নাম মোঃ জাকির হোসেন,তিনি বর্তমানে একটি টেলিকমিউনিকেশন কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন। আমার মায়ের নাম মিনারা বেগম। তিনি একজন গৃহিনী. আমার দুই ছোট ভাই এবং এক ছোট বোন আছে।আমার পরিবারে মোট ছয়জন সদস্য। এটা আমার সংক্ষিপ্ত পরিচয়।
আমি যেমন বলেছি, আজ এটি শুধু আমার প্রথম পদক্ষেপ।আল্লাহপাক চাহেতো অনেকদূর এগিয়ে যেতে চাই, আমি তাকে এই কাজ করতে সাহায্য করার জন্য ধন্যবাদ যানাতে চাই, যিনি সর্বপ্রথম স্টিমিট সম্পর্কে জানতে সহায়তা করেছেন, আমি এখানে অংশগ্রহন করতে পেরে অত্যন্ত খুশি..আজ আমার সম্পর্কে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবার লিখবো। আমি স্টিমিটে এর আগে আরেকটা পোস্ট করেছিলাম। আমার ভ্যারিফাইড পোস্টের লিংকটি নিম্নোক্তে দেয়া হল:https://steemit.com/hive-172186/@mizanariyan/achievement-1-my-first-post-mizanariyan
আল্লাহ হাফেজ.
ঢাকা, বাংলাদেশ
Hi, @mizanariyan
Follow these steps to get yourself verified in the community.
Make sure you add a verification picture in your introduction post
What is Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit