Jumping Spider/মাকড়শা(Plexippus Paykulli)

in hive-144064 •  3 years ago 

আচ্ছালামুয়ালাইকুম

প্রিয় স্টেমিয়ান পরিবার
আপনারা কেমন আছেন?
আশাকরি, খোদার ফজলে সবাই ভাল আছেন।
আমিও সুস্থ শরীরে ও সুস্থ মনে, আজ আরেকটি পর্ব লেখার চেষ্টা করছি।
দোয়া ও সহযোগিতা চাচ্ছি, যাতে সুষ্ঠুভাবে পর্বটি লেখতে পারি এবং আপনাদের উপহার হিসেবে উপস্থাপন করতে পারি।

PicsArt_07-13-08.43.03.jpg

ছবির প্রানিটিকে আমার এলাকায়, 'মাকড়া' 'মাকড়'
ও 'মাকড়শা' বলে ডাকা হয়ে থাকে। আবার কেউ কেউ শুধু পোক বা পোকা বলে ডেকে থাকে।

দেখতে এধরণের, ছোট হোক আর বড় হোক, রং, আকৃতি ও আকার যেমনি হোকনা কেন?সব গুলোকেই একই নামে ডাকা হয়।
যতদুর জানা যায়, এই মাকড়টির আদি নিবাস পুর্ব ও দক্ষিণ এশিয়া। ইংরেজ সাহেবরা একে পেন্ট্রোপিকাল জাম্পিং স্পাইডার(Pantropical Jumping Spider) বলে ডাকে।

ছবি গুলো ৩-৪ দি আগে আমার টব বাগান থেকে, মোবাইল ক্যামেরায় ধারণ করা। এসময় আকাশ মেঘলা ছিল। এখানে একটি মাকড়ের আলাদা আলাদা ৪ টি ছবি তোলা হয়েছে। দেখুন ভাল লাগতে পারে।

উপভোগ করুন।

PicsArt_07-13-08.41.03.jpg

PicsArt_07-13-08.46.11.jpg

PicsArt_07-13-08.38.37.jpg

100% Original Content/Photography

শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তী পোষ্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

Best Regard :@mrnazrul, Bangladesh

DeviceHandset
LightCloud Sky
CategoryNature, Macro
Photographer@mrnazrul
LocationBhendabari Rangpur Bangladesh.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

beautiful photo. I hope you will continue to deliver amazing posts

ধন্যবাদ আপনাকে, আমিও ভাল সাপোর্ট আশা করি। স্বাগতম আপনাকে

together for the response