আচ্ছালামুয়ালাইকুম
সবাইকে জানিয়ে, @Beautyof-Creativity কমিউনিটি তে, আজকের নিয়মিত পর্ব লেখতে বসলাম।
আশাকরি মহান আল্লাহর রহমতে, অপনারা সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভাল, থেকে এই পোস্ট লিখছি।
আমার আজকের উপস্থাপনা বিষয়ে থাকছে-
Time Flower
আমরা সবাই ঘাস ফুল নামেই জেনে ও চিনে আসছি।
আজকাল এফুলের নামের বাহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কেউ এটাকে এখন টাইম ফুল,১০টার ফুল। ঘাসফুল, পর্তুলিকা সহ অনেক বাহারি বাহারি নামে ডেকে থাকে। আমরাও এসব নাম শুনে শুনে শেখার চেষ্টা করছি। হয়তোবা আমাদের অভ্যাস গুলোও এনামে ডাকতে অভ্যস্ত করবে।
হাজার হাজার বছর থেকে, মানুষ এফুলকে বাড়ির শোভাবর্ধক হিসেব, বাড়ির আঙিনায় ও লটকিয়ে চাষ করে আসছে।
অনকুল পরিবেশ পেলে সারা বছর এ ফুল ফুটতে পারে। মাটিতে কোন যত্নআত্তি ছাড়াই সহজে বেড়ে উঠে।
পোস্টে প্রদর্শিত ফুলের ছবি গুলো, আজ আমার বাড়িতে, মোবাইলে তোলা। এখন তা ভাগাভাগি করছি।
দেখুন, মন্তব্য করুন।
তবে ছোট বেলায় আমরা এগুলোকে নয়টার ফুল বলে ডাকতাম। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে সবসময় স্বাগতম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit