শুভ সন্ধ্যা স্টিমিয়ান বন্ধুরা,
চড়ুই পাখি। বাংলাদেশে সবার পরিচিত একটি পাখি। গ্রাম কিংবা শহরে সব যায়গায় এই পাখি দেখতে পাওয়া যায়। সাধারণত বেশির ভাগ সময় এদের কে জড়া বেধে ঘুরে বেড়াতে দেখা যায়। খুব ছোট ছোট কীট পতঙ্গ এদের প্রধান খাবার। এই পাখিকে ইংরেজিতে স্প্যারো পাখি বলা হয়। লোকালয়ে ঘুরে বেড়াতে এরা খুব ভালো বাসে।
আজকে আমি এই চড়ুই পাখির বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। এই ছবি গুলো আমি আমার বাসার পাশের সজনা গাছের তলা থেকে ক্যাপচার করেছিলাম। সজনা পাতার ফাক দিয়ে দুটি চড়ুই দেখতে পেয়ে আমি এদের ক্যামেরাবন্দী করি। চলুন দেখে আসি ফটোগ্রাফি গুলো।
Photography of Sparrow
তো এই ছিল আমার আজকের করা চড়ুই পাখির ফটোগ্রাফি? কেমন লাগলো আজকের ফটোগ্রাফি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
Post Details
Camera | Samsung M31 |
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Bangladesh |