লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি,10%beauty creativity

in hive-144064 •  2 years ago 
হাই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি অনেকদিন পরে আবার একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। মাঝখানে বেশ কিছুদিন পোস্ট করা হয়নি প্রায় দীর্ঘ পাঁচ মাস পরে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ফটোগ্রাফি পোস্ট নিয়ে ।ফটোগ্রাফি পোস্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি যখনই সুযোগ পাই তখনই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আজ আমি বাসার ভেতর থেকে কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আমার ফটোগ্রাফি গুলো আপনারা সবাই পছন্দ করবেন।

MagPic_20220814_215652858.jpg

আমার বারান্দার ছোট্ট একটি বাগান রয়েছে সেই বাগানে বেশ কিছু গাছ রয়েছে তার ভিতরে দুই তিনটা গোলাপ ফুলের গাছ রয়েছে। গোলাপ ফুল আমার কাছে অনেক ভালো লাগে গোলাপ ফুল আমার কাছে কেন গোলাপ ফুল আমার মনে হয় পৃথিবীর সবার কাছেই ভালো লাগে। আর লাল গোলাপ দেখলে তো আরো বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমি কখনো নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের গোলাপ ফুল দেখলে কেনার জন্য অস্থির হয়ে যায় তখন যাই পারি সাথে করে দুই একটা গোলাপ গাছ কিনে নিয়ে আসি। বেশ কিছুদিন আগে আমি আমার বাগানে পাঁচটা গোলাপ গাছ লাগিয়েছিলাম তার ভিতরে দুটো গাছ মরে গিয়েছে আর এখন তিনটি গাছ আছে। তার ভিতরে এই লাল গোলাপ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বারান্দায় খুব বেশি রোদ পায় না তাই আমি গোলাপ গাছগুলো বারান্দার গ্রিলের ফাঁকা দিয়ে বাইরে বের করে দিয়েছি যে সামান্য টুকু রোদ পায় তাতেই সব সময় একটা দুটো ফুল ফোটে। আজ আমাদের এদিকটায় সারাদিনই একটু একটু করে বৃষ্টি হয়েছে হঠাৎ করে বারান্দায় গিয়ে দেখি আমার গোলাপ ফুলের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে কি অপরূপ লাগছে দেখতে তখনই আমি দৌড় দিয়ে গিয়ে ফোনটা এনে বেশ কিছু ছবি তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এ ধরনের লাল গোলাপ দেখলে আসলে অনেক ভালো লাগে। চলুন তাহলে ফুলগুলো দেখি আসি।

20220814_183325.jpg

20220814_183404.jpg

20220814_183519.jpg

20220814_183135.jpg

20220814_183239.jpg

20220814_183108.jpg

20220814_183441.jpg

20220814_163318.jpg

20220814_163257.jpg

20220814_183739.jpg

20220814_183627.jpg

20220814_183855.jpg

আজকের মত এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাবো সুন্দর সুন্দর আরো কিছু ফটোগ্রাফি নিয়ে। সবাই ভালো থাকবেন এই আশা রাখছি।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung galaxy s8 plus
ফটোগ্রাফার@mukulhossain
লোকেশনঢাকা

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I am fascinated by the beautiful photography of red roses