আসসালামু আলাইকুম
আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আমি )। আমার নাম মোঃ নাজিম উদ্দিন। " আমি বাংলাদেশের একজন নাগরিক আমার বয়স 22 বছর ।
পারিবারিক তথ্য অসাধারণ
আমি একজন সাধারন ফ্যামিলি আমার বাবা একজন সাধারন কৃষক । আমার ফ্যামিলির লোক সংখ্যা মোট 9 জন। আমরা পাঁচ ভাই এবং দুই বোন। আমার বড় দুই ভাই বিবাহিত করিয়াছে । আমার ফ্যামিলির লোক সবাই বাড়িতে থাকেন আমি দীর্ঘ তিন বছর যাবত রাজধানী ঢাকার শহরে বাস করছি। আমার দুই বন্ধুর কাছে আমি থাকি।
শিক্ষাগত যোগ্যতা
আমি 2014 সালে সমাপনী পরীক্ষায় পাশ করেছি।
আমি আমার মামার এলাকায় হাই স্কুল এ আমার মামাতো ভাই একজন মাস্টার। আমি জেএসসি পরীক্ষার দিন ছিলাম । পারিবারিক সমস্যার কারণে আমি পরীক্ষা পারিনি।
পছন্দ-অপছন্দ
আমি সাধারণত খেলাধুলা করতে খুব পছন্দ করি। তাছাড়াও গান আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে গান গাই। গান গাওয়ার সাথে সাথে
বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে এবং আমার শখ ভ্রমণ করা।
আমার আবেদন
অতএব কমিউনিটির এডমিন এবং মডারেটরদের কাছে আমার আকুল আবেদন আমার পোস্ট টি যেন ভেরিফাইড করা হয় এবং যেন আমি এই কমিউনিটিতে খুব সুন্দরভাবে কাজ কাম করতে সক্ষম হই।
স্টিমিট সম্পর্কে আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী আমি যোগদান করি। সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করছি।
cc
@blacks @abduhawab @faisalamin @photoman
welcome to #boc community
create good quality content
do not plagiarism
make good communication with admin and moderator.
May God bless you and again welcome to our community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit