আমার সম্পর্কে
আমার নাম মোঃ নাজিম সরকার। আমি একজন বাংলাদেশী। আমি ছোট বেলা আমি আমার বাবার সাথে কাজ করতাম। আমার বয়স যখন সাত বছর। তখন আমি আমার গ্রামের একটি প্রাইমারি স্কুল ভর্তি হই।ক্লাস ওয়ান থেকে আমি পড়ালেখা শুরু করি।
শিক্ষাগত যোগতা
আমি ২০১০সালে ক্লাস ওয়ানে হই আমি ২০১৪সালে সমাপনী পরীক্ষা দিয়ে পাশ করি ।পরে আমি আমার মামার বাড়ির এলাকায় একটি হাইস্কুলে ভর্তি হই সেখানে
আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি।
![IMG_20211130_134746.jpg](UPLOAD FAILED)
পারিবারিক
আমার বাবা একজন সাধারণ কৃষক আমাদের পেমিলির লোক সংখ্যা ছিল মোট নয়জন। আমরা পাঁচ ভাই এবং দুই বোন আমি তিতীয় আমার বর দুই ভাই বাইকের ঢাইভার। কিন্তু তারা আলাদা আমি আমার বাবার সাথে আছি।
শখ
ছোট বেলায় থেকেআমার একটি শখ ছিল আমি ভর হয়ে আমি একটি ঘর বাড়ি বানাব । আমরা দুই ভাই । গ্রাম থেকে কাজ করার জন্য ঢাকা শহরে চলে আসলাম সেখানে আমরা একটি গার্মেন্টসে চাকরি করছি দুই বছর।
অপছন্দ
আমার একা চলা ফিরা ভালো লাগে না। আমি নিশা জিনিশ পছন্দ করিনা যেমন বিড়ি সিগারেট খাওয়া আমি পছন্দ করি না। মানুষের সাথে যগরা এবং মারামারি মানুষের যিনিষ চুরি করা মানুষকে হত্যা করা ।
পছন্দ
আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আমার পার্কে ঘুরতে যাওয়া ভালো লাগে। আমার বন্ধুদের সাথে করতে ঘু্রাঘুরি করতে কথা বলতে সবার এক সংগে কাজ করা। আমার ভাল পোশাক পড়তে ভাল লাগে।
Welcome to join this beloved community, my friend.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit